প্রতীকী ছবি।
বান্ধবীকে গেস্ট হাউসে নিয়ে গিয়ে শ্লীলতাহানি এবং আটকে রাখার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করল আনন্দপুর থানা। পুলিশ জানিয়েছে, ওই তরুণীর করা অভিযোগের ভিত্তিতে মাদুরদহের একটি গেস্ট হাউস থেকে বৃহস্পতিবার রাতে অনুরুদ্ধ পাঁজা নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। তিনি হাওড়ার লিলুয়ার বসিন্দা। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ওই তরুণীকেও।
পুলিশ সূত্রে খবর, গত কাল রাত সাড়ে ৯টা নাগাদ ওই তরুণী তাঁর বাড়িতে ফোন করে জানান, তাঁকে একটা মাদুরদহের একটা অচেনা গেস্ট হাউসে আটকে রেখেছেন অনিরুদ্ধ। তাঁর কাছ থেকে ফোন পেয়েই সল্টলেকে তাঁর বাড়ির লোকজন বিধাননগর কমিশনারেটে ফোন করে বিস্তারিত জানান। মাদুরদহ এলাকা কলকাতা পুলিশের অধীনে হওয়ায় লালবাজার কন্ট্রোল রুমে ফোন করে খবর দেওয়া হয়। লালবাজার থেকে জানানো হয় আনন্দপুর থানায়। আনন্দপুর থানার পুলিশ ওই রাতেই মাদুরদহের গেস্ট হাউস থেকে ওই তরুণীকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় তাঁর বন্ধু অনিরুদ্ধকেও।
ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, অনিরুদ্ধ ওই তাঁর পূর্ব পরিচিত। স্নাতক স্তরে মৌলানা আজাদ কলেজে দু’জনে একসঙ্গে পড়াশোনাও করেছেন। গত কাল পূর্ব পরিকল্পনা মতোই বিকেল সাড়ে ৫টা নাগাদ তাঁরা দু’জনে শিয়ালদহ স্টেশনে দেখা করেন। সেখান থেকে একটা অ্যাপ-ক্যাব বুক করে মাদুরদহের ওই গেস্ট হাউসে যান। সেখানেই অনিরুদ্ধ তাঁকে একটা সময়ের পর আটকে রাখেন। আপত্তি জানালে তিনি তাঁর শ্লীলতাহানিও করেন বলে অভিযোগে জানিয়েছেন ওই তরুণী।
আরও পড়ুন: হিংসার আশঙ্কায় উত্তরপ্রদেশের ৭৫ জেলার মধ্যে ২১টিতে স্তব্ধ ইন্টারনেট