কলকাতার আকাশ ছাড়িয়ে ৫৪০ কিলোমিটার দূরে ইয়াঙ্গনের ভিতরে চলে গিয়েছিল বিদেশি বিমানটি। সেখান থেকে মুখ ঘুরিয়ে ফিরে এল কলকাতায়। বিমানের ভিতরে তখন যন্ত্রণায় ছটফট করছিলেন ৩২ বছরের অন্তঃসত্ত্বা বিদেশিনি।
শুক্রবার ফিলিপিনো সেই তরুণী রেনামি কালো-কে কলকাতায় রেখে বাকি ২৩৮ জন যাত্রী নিয়ে আবার উড়ে গিয়েছে বিমানটি। ওই তরুণীকে ভর্তি হয় একটি হাসপাতালে। পরে আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায়, তাঁর গর্ভস্থ সন্তানটি মারা গিয়েছে। তাই শুক্রবার রাতেই অস্ত্রোপচার করে মৃত ভ্রূণটিকে বার করা হয়। কুয়েত থেকে ম্যানিলা যাচ্ছিল ফিলিপিন্সের সেবু প্যাসিফিক-এর উড়ান। দুপুর দুটোয় কলকাতা বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল-কে পাইলট জানান, এক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। সাড়ে তিনটেয় বিমানটি নামে কলকাতায়। হাসপাতাল সূত্রে খবর, একাই ছিলেন কালো। সামনের সপ্তাহে তাঁর প্রসবের দিনক্ষণ ঠিক ছিল।