তিলোত্তমার বেহাল দশা

তিলোত্তমা হওয়া দূরস্থান এই মহানগরীর রাস্তার এখন বেহাল দশা। বর্ষা শুরুর আগে এখানে সেখানে অল্প জল জমেছিল। বৃহস্পতিবারের পর একেবারেই বেহাল মহানগরীর রাস্তা। শহর থেকে শহরতলির অলিতে গলিতে কোথাও উঠে গেছে পিচের আবরণ। বেরিয়ে পড়েছে খানা-খন্দ।

Advertisement
শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ১৬:৪১
Share:

ই এম বাইপাসের উপর কালিকাপুরের কাছে জমে রয়েছে জল

তিলোত্তমা হওয়া দূরস্থান এই মহানগরীর রাস্তার এখন বেহাল দশা। বর্ষা শুরুর আগে এখানে সেখানে অল্প জল জমেছিল। বৃহস্পতিবারের পর একেবারেই বেহাল মহানগরীর রাস্তা। শহর থেকে শহরতলির অলিতে গলিতে কোথাও উঠে গেছে পিচের আবরণ। বেরিয়ে পড়েছে খানা-খন্দ। চলতে ফিরতে নাকাল পথচারী থেকে যানবাহনের সওয়ারিরা। বেহাল রাস্তার ছবি উঠে এল দেশকল্যাণ চোধুরী, স্বাতী চক্রবর্তী এবং শশাঙ্ক মণ্ডলের ক্যামেরায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement