বিতর্ক: বরাহনগরের সেই ব্যানার। নিজস্ব চিত্র
অমিত শাহের ছবি। সৌজন্যে তৃণমূল কংগ্রেস! শুক্রবার সকালে বরাহনগরে এমন একটি ব্যানার দেখে চমকে উঠেছিলেন স্থানীয় বাসিন্দারা। শেষে বরাহনগরের তৃণমূল নেতৃত্ব তাঁদের নাম লেখা অংশটি খুলে নেন।
এ দিন দেখা যায়, বনহুগলি এলাকায় বি টি রোডের ডিভাইডারে অমিত শাহের হাতজোড় করা ছবি-সহ একটি বড় ব্যানার লাগানো রয়েছে। নীচের সবুজ অংশে লেখা—‘আর এক বার মোদী সরকার’। ঠিক ওই ব্যানারের নীচেই সবুজ আর একটি চৌকো ব্যানারে লেখা—‘সৌজন্যে বরাহনগর তৃণমূল কংগ্রেস’। বিজেপি সভাপতির ছবির নীচে তৃণমূলের নাম লেখা ব্যানার কেন, তা নিয়েই শুরু হয়ে যায় নানা জল্পনা। শেষমেশ স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে সেখানে কর্মীদের পাঠান বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক।
অপর্ণাদেবী জানান, ব্রিগেডের সময়ে ওই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়েছিল। নীচে লেখা ছিল ‘সৌজন্যে বরাহনগর তৃণমূল কংগ্রেস’-এর ছোট ব্যানারটি। তিনি বলেন, ‘‘বিজেপি চক্রান্ত করে মুখ্যমন্ত্রীর ছবিটি খুলে সেখানে অমিত শাহের ছবি লাগিয়েছে। নীচে তৃণমূলের নাম লেখা ব্যানারটিও সরায়নি। ওদের কোনও শিষ্টাচার নেই। দলীয় ভাবে এর ব্যবস্থা নেব।’’ অভিযোগ অস্বীকার করে বিজেপি-র কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি মানস ভট্টাচার্য বলেন, ‘‘আমাদের শিষ্টাচার যথেষ্টই রয়েছে। আমরা এমন কাজে যুক্ত নই।’’