অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপ উপলক্ষে শুভেচ্ছা সঙ্গীতের রেকর্ডিংয়ে ৪৮ জন শিল্পী। শনিবার। —নিজস্ব চিত্র
কলকাতা মানেই ফুটবলের উন্মাদনা। সেই কলকাতাতেই আজ, রবিবার অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের খেলা। দিল্লিতে প্রথম খেলায় দেশের হার হলেও উত্তেজনার পারদ চড়েছে অনেকটাই। তার রেশ এসে পড়েছে ফুটবল পাগল এই শহরেও। ফলে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে দর্শক উপচে পড়বে বলেই আশা প্রশাসনের।
নিরুপদ্রবে, শান্তিতে সেই আয়োজন সম্পূর্ণ করতে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে বিধাননগর পুলিশ প্রশাসন। প্রস্তুতির পালা শেষ। শুক্রবার থেকেই মোতায়েন হয়েছে পুলিশ। ৯৫ জন উচ্চপদস্থ পুলিশকর্তা গোটা আয়োজনের দায়িত্বে রয়েছেন। সব মিলিয়ে তিন হাজার পুলিশ নিরাপত্তা থেকে যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি, একাধিক পার্কিং লটের ব্যবস্থা করা হয়েছে। যেখানে ২৬০০ গাড়ি রাখা যাবে। দর্শকদের যাতে পার্কিং খুঁজতে সমস্যা না হয়, তার জন্য অ্যাপও চালু করেছে পুলিশ। করা হয়েছে বিশেষ বাস চালানোর ব্যবস্থাও।
শনিবার দুপুরে গোটা আয়োজন খতিয়ে দেখতে রাজ্য পুলিশের ডিজি সুরজিত কর পুরকায়স্থ এবং বিধাননগরের পদস্থ পুলিশকর্তারা স্টেডিয়াম ঘুরে দেখলেন। ডিজি পুরো আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করন। তিনি এ দিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিধাননগর এবং কলকাতা পুলিশ মিলে নিরাপত্তা, নজরদারি ও যানচলাচল নিয়ে পর্যাপ্ত আয়োজন করেছে।