এসএসকেএমের বাথরুমে রোগীর ঝুলন্ত দেহ। গ্রাফিক : শৌভিক দেবনাথ
সুস্থ হতে ভর্তি হয়েছিলেন সুপারস্পেশালিটি হাসপাতালে। সোমবার ভোররাতে হাসপাতালেরই বাথরুম থেকে উদ্ধার হল রোগীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে এসএসকেএম হাসপাতালে।
গত ১ জুলাই, নানা সমস্যা নিয়ে এসএসকেএমের কার্ডিও থোরাসিক ভাসকুলার বিভাগে ভর্তি হন সোনারপুরের কোদালিয়ার বাসিন্দা কার্তিক মিস্ত্রি (৫৬)। দীর্ঘ দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার রাতে দীর্ঘ ক্ষণ কার্তিককে তাঁর বেডে দেখতে পাওয়া যাচ্ছিল না। শুরু হয় খোঁজাখুঁজি। শেষ পর্যন্ত রাত আড়াইটে নাগাদ, বাথরুম থেকে গলায় গামছা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হলেও, পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন : মেট্রোয় মর্মান্তিক মৃত্যুকাণ্ড, গাফিলতির মামলা দিল পুলিশ
আরও পড়ুন : সৌজন্য মৃত্যু, সজল-চর্চায় বিশিষ্টেরা