হাসপাতাল থেকে চম্পট

হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে চম্পট দিলেন লিলুয়া হোমের এক আবাসিক। বুধবার দুপুরে, জায়সবাল হাসপাতালের ঘটনা। ওই তরুণী ঢাকার বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৬ ০১:২৪
Share:

হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে চম্পট দিলেন লিলুয়া হোমের এক আবাসিক। বুধবার দুপুরে, জায়সবাল হাসপাতালের ঘটনা। ওই তরুণী ঢাকার বাসিন্দা।

Advertisement

হোম সূত্রে খবর, সকাল থেকেই ওই তরুণীর শারীরিক সমস্যা দেখা দেয়। দুপুরে তিনি-সহ মোট চার আবাসিককে টোটোতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যান হোমের কর্মীরা। জরুরি বিভাগে ঢুকেই কর্মীদের চোখ এড়িয়ে পালান ওই তরুণী। রাত পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। ঘটনার পরেই বেলুড় থানায় অভিযোগ জানান হোম কর্তৃপক্ষ। হাওড়া সিটি পুলিশও রাজ্যের সব থানা এবং সীমান্ত এলাকায় ওই তরুণী সম্পর্কে জানিয়েছে।

পুলিশ জেনেছে, কোনও পুলিশকর্মী ছাড়াই ওই তরুণীকে নিয়ে যাওয়া হয়। প্রশ্ন উঠেছে, পুলিশি নিরাপত্তা ছাড়া কী ভাবে এক বাংলাদেশি আবাসিককে হাসপাতালে নিয়ে যাওয়া হল? হোমের দায়িত্বপ্রাপ্ত হাওড়ার অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি রাজস্ব) অংশুমান অধিকারী বলেন, ‘‘কারা ওই তরুণীকে নিয়ে গিয়েছিলেন, তা নিয়ে রিপোর্ট চেয়েছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement