পরিত্যক্ত ব্যাগে পিস্তলের অংশ

পড়ে থাকা ব্যাগের ভিতর থেকে উদ্ধার হল দেশি পিস্তলের অংশ। শুক্রবার রাতে, হাওড়ার আট নম্বর প্ল্যাটফর্ম থেকে। কে বা কারা ব্যাগটি রেখে গিয়েছে তা এখনও জানতে পারেনি পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৭ ০০:০৭
Share:

বাজেয়াপ্ত: অসমাপ্ত দেশি পিস্তলের অংশ। —নিজস্ব চিত্র।

পড়ে থাকা ব্যাগের ভিতর থেকে উদ্ধার হল দেশি পিস্তলের অংশ। শুক্রবার রাতে, হাওড়ার আট নম্বর প্ল্যাটফর্ম থেকে। কে বা কারা ব্যাগটি রেখে গিয়েছে তা এখনও জানতে পারেনি পুলিশ।

Advertisement

রেল পুলিশ সূত্রে খবর, রাতে টহল দেওয়ার সময়ে আরপিএফ-এর জওয়ানেরা দেখেন প্ল্যাটফর্মের এক কোনায় ব্যাগটি রাখা। দীর্ঘ ক্ষণ সেটি পরে থাকতে দেখে সন্দেহ হয়েছিল টহলদারি আরপিএফ জওয়ানদের। খবর পাঠানো হয় হাওড়া জিআরপিতে ও বম্ব স্কোয়াডকে। বম্ব স্কোয়াডের কর্মীরা এসে ব্যাগটি খুলতে বেরিয়ে আসে ১৮টি দেশি পিস্তলের অংশ। প্রাথমিক তদন্তে অনুমান বিহারের মুঙ্গেরে তৈরি পিস্তলের অংশগুলি।

গত সেপ্টেম্বরে খিদিরপুরে বাসের ভিতর এমনই একটি ব্যাগ থেকে উদ্ধার হয়েছিল অনেকগুলি পিস্তলের অংশ। সেই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Advertisement

রেল পুলিশের অনুমান, ব্যাগটি বা‌ইরে থেকে কেউ নিয়ে আসেনি। কেননা তা হলে গেটের স্ক্যানারে ব্যাগ পরীক্ষার সময়েই ধরা পড়ে যেত। সম্ভবত কেউ ট্রেনে করে ব্যাগটি নিয়ে এসেছে। স্টেশনের চারদিকে পুলিশি নিরাপত্তা দেখে সেটি প্ল্যাটফর্মে ফেলেই চলে যায় সে। হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের গতিবিধি পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement