অ্যাপ-নির্ভর সব গাড়ির সাময়িক লাইসেন্সের মেয়াদ ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে আদালতে জানাল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত নিত্র কলকাতা হাইকোর্টের বিচারপতি তাপস মুখোপাধ্যায়ের আদালতে এ কথা জানান।
অ্যাপ-নির্ভর সব গাড়িতে সিসিটিভি ক্যামেরা ও প্যানিক বাটন (বিপদে পড়লে যাত্রীরা ওই বোতাম টিপে নজর কাড়তে পারেন) লাগানোর নির্দেশ দিয়েছে পরিবহণ দফতর। তারই ভিত্তিতে লাইসেন্সের মেয়াদ বাড়ানো হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে উবের ও তাদের আওতাভুক্ত গাড়িচালকেরা হাইকোর্টে মামলা দায়ের করেন। সেই মামলার প্রথম শুনানি ছিল সোমবার। এ দিন দ্বিতীয় শুনানিতে জয়ন্তবাবু এই সময়সীমা বাড়ানোর কথা জানান।
তা শুনে বিচারপতি তাঁর অন্তর্বর্তীকালীন নির্দেশে জানান, উবের সংস্থার ক্ষেত্রেও সাময়িক লাইসেন্সের মেয়াদ বাড়াতে হবে। একই সঙ্গে তাঁর নির্দেশ, মামলার সব পক্ষকে তাদের বক্তব্য হলফনামা আকারে পেশ করতে হবে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৮ ডিসেম্বর।