গার্ডেনরিচ

বোমাবাজির ঘটনায় গ্রেফতার এক জন

গার্ডেনরিচের পাহাড়পুর রোড এলাকায় কংগ্রেসের মিছিলে বোমাবাজির ঘটনায় বুধবার গ্রেফতার হল এক ব্যক্তি। ধৃত মহম্মদ মেহতাব দক্ষিণ শহরতলির রবীন্দ্রনগর থানার বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৫ ০১:১৩
Share:

গার্ডেনরিচের পাহাড়পুর রোড এলাকায় কংগ্রেসের মিছিলে বোমাবাজির ঘটনায় বুধবার গ্রেফতার হল এক ব্যক্তি। ধৃত মহম্মদ মেহতাব দক্ষিণ শহরতলির রবীন্দ্রনগর থানার বাসিন্দা।

Advertisement

মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ মুদিয়ালি স্কুল এলাকা থেকে ১৩৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী মমতাজ আলি শ’তিনেক সমর্থক নিয়ে পাহাড়পুর রোডের দিকে আসছিলেন। অভিযোগ, তখন আচমকাই উপর থেকে দু’টি বোমা এসে পড়ে। জখম হন দু’জন কংগ্রেস সমর্থক। এর পরেই তদন্তে নেমে মেহতাবকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, মমতাজ আলির স্বামী জুলফিকর আলি নিজেদের জনপ্রিয়তা বাড়াতে মেহতাবকে দিয়ে ওই কাজ করিয়েছেন। এমনকী পুলিশ জানিয়েছে, ধৃত মেহতাবও জেরায় স্বীকার করেছে সে জুলফিকরের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে ওই বোমা মেরেছে। উল্লেখ্য, মঙ্গলবার এই বোমাবাজি বিষয়ে বন্দরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ‘সাজানো ঘটনা’ বলে মন্তব্য করেছিলেন। এ দিন পুলিশি তদন্তও মন্ত্রীর কথা মতোই এগিয়েছে বলে অভিযোগ জুলফিকর আলির। জুলফিকর বলেন, ‘‘ধৃত মেহতাব এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচত। আমাদের জমি জবর দখল করে বাস করছিল। মাস ছয়েক আগে তাকে উচ্ছেদ করার পর থেকেই তৃণমূলের
সঙ্গে রয়েছে সে। তৃণমূলই মেহতাবকে দিয়ে মিছিলে বোমা মেরে আমাদের উপর দোষারোপ করছে।’’ জুলফিকর আরও বলেন, ‘‘আমাদের যে ৩০ হাজার টাকা দিয়ে বোমা মারার আর্থিক সামর্থ্য নেই, তা আমাদের বাড়ি এলেই বোঝা যাবে।’’

এ বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘যেখানে কংগ্রেস তার প্রাসঙ্গিকতা উজ্জ্বল করতে পেরেছে, সেখানেই কংগ্রেসকে শত্রু ভেবে আক্রমণ করছে তৃণমূল। আসলে কংগ্রেসের ভয়ে ভীত হয়েছে ওরা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement