দুর্ঘটনায় মৃত্যু, পথ অবরোধ

এক মোটরসাইকেল চালককে পিষে দিল একটি কন্টেনার লিফ্‌টার গাড়ি। সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বন্দর থানার সিক লেনে। মৃতের নাম মহম্মদ আজহার বিলাল আনসারি (১৯)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৫ ০৩:০৬
Share:

এক মোটরসাইকেল চালককে পিষে দিল একটি কন্টেনার লিফ্‌টার গাড়ি। সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বন্দর থানার সিক লেনে। মৃতের নাম মহম্মদ আজহার বিলাল আনসারি (১৯)। তিনি গার্ডেনরিচের বাসিন্দা।

Advertisement

পুলিশ জানিয়েছে, আজহারের বাইকটি হঠাৎ যান্ত্রিক গোলমালে রাস্তায় দাঁড়িয়ে পড়ে। চিৎকার করে পিছনে আসা গাড়িটি আটকানোর চেষ্টা করেন তিনি। কিন্তু কন্টেনার লিফ্‌টার গাড়িটির চালক তা দেখতে না পেয়ে বাইক-সহ চালককে পিষে দেন। হাসপাতালে চিকিৎসকেরা আজহারকে মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, সাধারণত কন্টেনার লিফ্‌টার গাড়ি বড় হওয়ায় সামনে বা পিছনের গাড়িগুলিকে চালক দেখতে পান না। তাই দু’পাশে দু’জন থাকেন। কিন্তু এ দিন চালক ছাড়া কেউ ছিলেন না বলে অভিযোগ। ওই ঘটনার প্রতিবাদে প্রায় ঘণ্টাখানেক রামনগর মোড় ও তারাতলা মোড় অবরোধ করা হয়। গাড়িচালক পলাতক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement