Crime

বিয়ের ফাঁদ পেতে প্রতারণা, ধৃত হবু জামাই

এক বার ফোনে জানায়, গয়ায় গয়না শোধন করাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে সে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০২০ ০৩:২১
Share:

প্রশান্ত দত্ত। নিজস্ব চিত্র

বিয়ের প্রস্তাব দিয়ে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি। সোমবার কোন্নগরের নবগ্রাম থেকে প্রশান্ত দত্ত নামে ওই ব্যক্তিকে ধরে পুলিশ। গত ২৩ মে যাদবপুর থানা এলাকার বাসিন্দা এক তরুণীর সঙ্গে সে সোশ্যাল সাইটে বন্ধুত্ব পাতায় বলে পুলিশ জানিয়েছে। বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি নিজেকে এসএসকেএমের আধিকারিক বলে পরিচয় দিয়েছিল। তরুণী তার কথায় প্রভাবিত হলেও বিয়ের প্রস্তাবে রাজি হননি। তখন তাঁর মায়ের নম্বর চায় ধৃত। তরুণীর মা তার বাড়ি যেতে চাইলে প্রশান্ত জানায়, সে করোনায় আক্রান্ত। এর পরে ফোনেই বিয়ের কথা হয়।

Advertisement

পরে সুস্থ দাবি করে প্রশান্ত তরুণীর বাড়ি থেকে তিন দফায় ২৪ হাজার টাকা, ৫০ হাজার টাকা ও গয়না নিয়ে যায়। এর পরেই মোবাইল বন্ধ করে দেয়। এক বার ফোনে জানায়, গয়ায় গয়না শোধন করাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে সে। ফের ফোন বন্ধ পাওয়ায় তরুণী স্বাস্থ্য ভবন ও এসএসকেএমে খোঁজ করে জানতে পারেন, সেখানে প্রশান্ত দত্ত নামে কেউ নেই।

পুলিশ জানায়, প্রশান্ত পেশায় গাড়িচালক। সে বিবাহিত, দুই ছেলেমেয়েও রয়েছে। ধৃত পুলিশকে জানিয়েছে, লকডাউনে রোজগার বন্ধ থাকায় সে এই পথ বেছে নিয়েছে। তার থেকে টাকা ও গয়নার একাংশ উদ্ধার হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement