ধৃত ওই চালক। -নিজস্ব চিত্র।
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন অ্যাপ বাইকের এক চালক। অভিযোগ, এক যাত্রীর উদ্দেশে কটূক্তি এবং তাঁকে ধাক্কা দেয় ওই চালক। শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ তিলজলায় বাড়ি থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। ধৃতের নাম ধিরাজ কুমার রাম।
পুলিশ জানিয়েছে, শুক্রবার বেলা ১টা নাগাদ বেলিয়াঘাটা রোড থেকে তার বাইকে ওঠেন অভিযোগকারী তরুণী। কিছু দূর আসার পর চালক তাঁকে মোবাইল ফোন নিয়ে রাস্তা গাইড করতে বলে। তরুণীর দাবি, বাইক চলাকালীন হাতে দু’টো মোবাইল ফোন নিয়ে সামলানো তাঁর পক্ষে সম্ভব নয়। তা জানানোর পর থেকেই খারাপ আচরণ করতে শুরু করে চালক। প্রিন্স আনোয়ার শাহ রোডে আসার পর আচমকাই বাইক থামিয়ে তাঁকে নামিয়ে দেয়।
খুচরো না থাকায় তিনি ৭৩ টাকা ভাড়ার বদলে ১০০ টাকা চালকের হাতে দেন। তখনই বাকি টাকা ফেরত দেওয়ার সময় তাঁকে ধাক্কা মারে চালক এবং তাঁর উদ্দেশে অশালীন মন্তব্য করে বাইক নিয়ে চলে যায়। এর পরই ওই তরুণী থানায় অভিযোগ দায়ের করেন।