পরীক্ষায় ভাল নম্বর পেয়েও ভোগান্তির আশঙ্কায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কারণ, মঙ্গলবার স্নাতকের শেষবর্ষের ফল প্রকাশে দেখা যাচ্ছে, অনার্সে প্রথম শ্রেণি পাওয়ার সংখ্যাই স্নাতকোত্তরের আসন সংখ্যার থেকে বেশি!
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এমএসসি, এমকম এবং এমএ মিলিয়ে মোট পাঁচ হাজার আসন রয়েছে। তার মধ্যে ৬০ শতাংশ, অর্থাৎ তিন হাজার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য এবং বাকি ৪০ শতাংশ আসন অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য সংরক্ষিত। প্রবেশিকা পরীক্ষা দিয়ে অন্য বিশ্ববিদ্যালয় থেকে আসা পড়ুয়াদের ভর্তি হতে হয়। এ বছর স্নাতক (অনার্স)-এ প্রথম শ্রেণিতে পাশ করেছেন ৫০৫৮ জন! ফলে শুধু স্নাতকের প্রথম শ্রেণিতে পাশ করা পড়ুয়ারাই নিজেদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না! আশঙ্কায় পড়ুয়ারা। কী করবেন তাঁরা?
উপাচার্য সুগত মারজিত অবশ্য বলেন, ‘‘সকলেই তো আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন না। অনেকে তো বিভিন্ন জায়গায় চাকরি করবেন। অন্য বিশ্ববিদ্যালয়েও ভর্তি হবেন।’’
আরও পড়ুন