এইচআইভি পজিটিভ, তাই কি ব্রাত্য

এইচআইভি পজিটিভ হওয়ার জন্য এক রোগীকে চিকিৎসা না করে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ উঠল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ০০:০০
Share:

এইচআইভি পজিটিভ হওয়ার জন্য এক রোগীকে চিকিৎসা না করে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ উঠল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। গত ৫ অক্টোবর বাঁ পা ভাঙায় ওই রোগী হাসপাতালে ভর্তি হন। অভিযোগ, দু’সপ্তাহ পেরোলেও অস্ত্রোপচার হয়নি তাঁর। রোগীর পরিবারের তরফে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

বেলেঘাটার বাসিন্দা, বছর তেষট্টির ওই বৃদ্ধার ছেলের অভিযোগ, ‘‘এইচআইভি পজিটিভ বলেই মায়ের চিকিৎসা করা হচ্ছে না। ভাঙা পা নিয়ে পড়ে থাকায় অসুস্থতা বাড়ছে। পা ফুলে যাচ্ছে। মাকে আলাদা ঘরে ফেলে রাখা হয়েছে।’’ যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এইচআইভি পজিটিভ বলে রোগীকে ব্রাত্য করা হয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। শ্বাসকষ্টের পাশাপাশি ওই রোগীর কিছু মানসিক সমস্যা থাকায় অস্ত্রোপচারের আগে অজ্ঞান করতে সমস্যায় পড়ছেন চিকিৎসকেরা। রোগীর যাবতীয় পরীক্ষানিরীক্ষা করে তবেই অস্ত্রোপচার হবে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement