হাসপাতালের কর্মীদের সঙ্গে নীলাঞ্জনা। রবিবার। নিজস্ব চিত্র
আনন্দপুর-কাণ্ডে উদ্ধারকারী মহিলা নীলাঞ্জনা চট্টোপাধ্যায় রবিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেলেন। তাঁর সাহসিকতাকে সম্মান জানাতে ওই সময়ে হাজির ছিলেন হাসপাতালের কর্মীরা। গান গেয়ে তাঁকে কুর্নিশ জানান তাঁরা।
গত ৫ সেপ্টেম্বর, শনিবার রাতে আনন্দপুরের আর আর প্লট সংলগ্ন একটি আবাসনের কাছে অপরিচিত এক তরুণীকে বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন নীলাঞ্জনা ও তাঁর স্বামী। অভিযুক্ত ব্যক্তি তাঁর পায়ের উপর দিয়েই গাড়ি চালিয়ে দিলে নীলাঞ্জনার বাঁ পায়ের শিন বোন (হাঁটু ও গোড়ালির মধ্যবর্তী পায়ের সামনের হাড়) টুকরো টুকরো হয়ে যায়। বাইপাসের
একটি হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। আট দিন সেখানেই চিকিৎসাধীন থাকার পরে এ দিন সকালে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এত বড় ধকলের পরেও অবশ্য ওই দিনের ঘটনা নিয়ে কোনও আক্ষেপ নেই নীলাঞ্জনার। তিনি বলেন, “এ রকম ঘটনা আমার সামনে ঘটলে আবার বিপদগ্রস্তের পাশে দাঁড়াব। সেটাই স্বাভাবিক। আমি বিশেষ কিছু করিনি।”