হাসপাতালে নয়া বিভাগ

রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালে শুক্রবার চালু হল ডেন্টাল, ফিজিওথেরাপি এবং হোমিওপ্যাথি বিভাগ। উদ্বোধন করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী শশী পাঁজা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৬ ০০:৫৩
Share:

রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালে শুক্রবার চালু হল ডেন্টাল, ফিজিওথেরাপি এবং হোমিওপ্যাথি বিভাগ। উদ্বোধন করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী শশী পাঁজা। উপস্থিত ছিলেন শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সাধারণ সম্পাদক প্রব্রাজিকা অমলপ্রাণা, মাতৃ ভবনের সহ-সম্পাদক প্রব্রাজিকা অলোকপ্রাণা, পিয়ারলেস সংস্থার কর্ণধার এস কে রায় প্রমুখ। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘‘যে ভাবে সমস্ত স্তরের মানুষকে সরকারি হাসপাতালে নিখরচায় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সে ভাবে এই হাসপাতালও অত্যন্ত কম খরচে সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছে।’’ এর পাশাপাশি এলাকার দুঃস্থ মহিলাদের তৈরি হস্তশিল্পের একটি প্রদর্শনীরও উদ্বোধন করেন মন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement