Kolkata Metro Services

মেট্রো পরিষেবায় যুক্ত হল নতুন দুই চিনা রেক

পেন্ট ফ্রি স্টেনলেস স্টিলের নতুন রেকগুলির দরজা মেট্রোর পুরনো অন্যান্য রেকের তুলনায় ১০০ মিলিমিটার বেশি প্রশস্ত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ০৮:৫৯
Share:
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

উত্তর-দক্ষিণ মেট্রোর পরিষেবায় চিনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার হচ্ছিল। এ বার আরও দু’টি নতুন রেক পরিষেবায় যুক্ত হল। সম্প্রতি এম আর-৫০৪ এবং এম আর-৫১২ নম্বরের ওই দু’টি রেক চলছে। রেকের বিভিন্ন যন্ত্রাংশের তড়িৎ চুম্বকীয় বিকিরণ সংক্রান্ত পরীক্ষার ফলাফল খতিয়ে দেখে ভারত সরকারের সংশ্লিষ্ট সংস্থার ছাড়পত্র মেলার পরের দিনই সেগুলিকে যাত্রী পরিবহণের কাজে নামানো হয়েছে বলে মেট্রো সূত্রের খবর। পেন্ট ফ্রি স্টেনলেস স্টিলের নতুন রেকগুলির দরজা মেট্রোর পুরনো অন্যান্য রেকের তুলনায় ১০০ মিলিমিটার বেশি প্রশস্ত। উন্নত আলো, বসার বেশি জায়গা, সিসি ক্যামেরা এবং আধুনিক ডিসপ্লে বোর্ডের মতো একাধিক বৈশিষ্ট্য রয়েছে নতুন রেকগুলিতে। ওই রেকগুলিতে উন্নত ডিস্ক ব্রেক ছাড়াও বিদ্যুৎসাশ্রয়ী ব্যবস্থা রয়েছে। কামরার মেঝেতে যাত্রীরা যাতে পিছলে পড়ে না যান, তার জন্য বিশেষ ধরনের খসখসে রবারের আস্তরণ রয়েছে।

নতুন রেকগুলি যুক্ত হওয়ার ফলে উত্তর-দক্ষিণ মেট্রোর পরিষেবায় বাতানুকূল রেকের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩১ হল। এ ছাড়াও, এখন নিউ গড়িয়া-বিমানবন্দর শাখার জন্য তিনটি, জোকা-মাঝেরহাট মেট্রোপথের জন্য দু’টি ব্রডগেজ রেক বরাদ্দ রয়েছে। এ ছাড়াও, ইস্ট-ওয়েস্ট মেট্রো পথে স্ট্যান্ডার্ড গেজ মাপের ১৪টি রেক চালু রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন