খুদের চিকিৎসার টাকায় তৈরি হল ক্যানসার ক্লিনিক

বুধবার পার্ক সার্কাসের ইনস্টিটিউট অব চাইল্ড হেল্‌থে চালু হল ক্যানসার ক্লিনিক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১২ শয্যার ওই ক্লিনিকের নাম রাখা হয়েছে ওই একরত্তি মেয়ের নামেই— ‘মৃণালিনী ক্যানসার সেন্টার’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ০২:৩১
Share:

সূচনা: ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে ক্যানসার ক্লিনিকের উদ্বোধনে মেয়র শোভন চট্টোপাধ্যায়। রয়েছেন অধিকর্তা অপূর্ব ঘোষ-সহ অন্য চিকিৎসকেরা। বুধবার। —নিজস্ব চিত্র।

বছর তিনেক আগে একরত্তি মেয়েটার হৃৎস্পন্দন থেমে গিয়েছিল। ক্যানসারের দাপটের কাছে হার মেনেছিল সাড়ে তিন বছরের প্রাণ। চিকিৎসার জন্য দেশ-বিদেশ থেকে পাঠানো অনুদানের আর দরকার পড়েনি। তবে, সেই অনুদানের টাকাতেই শুরু হল অন্য খুদেদের জন্য ক্যানসারের বিরুদ্ধে লড়াই।

Advertisement

বুধবার পার্ক সার্কাসের ইনস্টিটিউট অব চাইল্ড হেল্‌থে চালু হল ক্যানসার ক্লিনিক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১২ শয্যার ওই ক্লিনিকের নাম রাখা হয়েছে ওই একরত্তি মেয়ের নামেই— ‘মৃণালিনী ক্যানসার সেন্টার’। টাটা ক্যানসার সেন্টারের সহযোগিতায় গড়ে উঠেছে এই কেন্দ্র। সদ্যোজাত থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত ক্যানসার চিকিৎসার সুযোগ থাকবে এখানে। ক্লিনিকের প্রধান দায়িত্বে থাকবেন ক্যানসার চিকিৎসক দীপশিখা মাইতি। আধুনিক প্রযুক্তির সাহায্যে হবে চিকিৎসা।

হাসপাতালের অধিকর্তা চিকিৎসক অপূর্ব ঘোষ জানান, বছর তিনেক আগে কলকাতার শশিভূষণ দে স্ট্রিটের বাসিন্দা মৃণালিনী দাশগুপ্ত নিউরোব্লাস্টোমায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল এই বেসরকারি হাসপাতালে।
শিশুটির চিকিৎসা ছিল ব্যয়সাপেক্ষ। খরচ মেটাতে দেশের পাশাপাশি বিদেশেও শুরু হয়েছিল অনুদান জোগাড়ের কাজ। দাশগুপ্ত পরিবারের এক বন্ধু আমেরিকায় থাকতেন। তিনিই উদ্যোগী হয়ে বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহের কাজ শুরু করেন।

Advertisement

মৃণালিনীর জন্য তৈরি হওয়া ট্রাস্টে সেই টাকা জমা প়ড়ে। কিন্তু তত দিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। মারা গিয়েছিল তিন বছর সাত মাসের মৃণালিনী। কিন্তু ট্রাস্টের তরফে মৃণালিনীর চিকিৎসা বাবদ অনুদানের টাকা দেওয়া হয়েছিল হাসপাতালে। সেই টাকাতেই শুরু হয়েছিল ক্যানসার ক্লিনিক তৈরির কাজ।

অপূর্ববাবুর কথায়, ‘‘মৃণালিনীর চিকিৎসার জন্য অনুদানের টাকাতেই ক্যানসার ক্লিনিক তৈরির কাজ শুরু হয়েছিল। তবে, আরও অনেক মানুষ সাহায্য করেছেন। ক্যানসার আক্রান্ত শিশুদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্যই এই ক্লিনিক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement