মাদক নিয়ে সচেতনতা

মাদক সংক্রান্ত সচেতনতা প্রসারের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যৌথ ভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। রবিবার শহরের এক শপিং মলে স্কুল-কলেজের পড়ুয়া এবং অভিভাবকদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ২৩:৪৯
Share:

মাদক সংক্রান্ত সচেতনতা প্রসারের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যৌথ ভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। রবিবার শহরের এক শপিং মলে স্কুল-কলেজের পড়ুয়া এবং অভিভাবকদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন হয়।

Advertisement

এ দিনের অনুষ্ঠানে মাদক দ্রব্যের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরার পাশাপাশি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্তারা জানান, সম্পূর্ণ বিনামূল্যে মাদকাসক্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। অনেক সময়ে পরিবারের কেউ মাদকাসক্ত সেই বিষয়টি পরিবারের অন্য সদস্যেরা প্রকাশ্যে আনতে চান না। ফলে অবস্থার আরও অবনতি ঘটে। আসক্ত ব্যক্তি শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়েন। ইচ্ছে থাকলেও মাদকাসক্তি ছাড়তে পারেন না। কিন্তু পুনর্বাসন ঠিক মতো হলে এই পরিস্থিতিতেও পরিবর্তন আসা সম্ভব। মাদকাসক্তদের নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আসক্তিমুক্ত করা যায়। অভিভাবকদের এ ক্ষেত্রে উদ্যোগী হতে হবে বলেও পরামর্শ দেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্তারা। এক কর্তার কথায়, আসক্তদের পরিবার ব্যুরোর সঙ্গে যোগাযোগ করলে তাঁদের পুর্নবাসনের ব্যবস্থা করা হবে।

কী ভাবে পড়ুয়ারা হঠাৎ মাদকাসক্ত হয়ে পড়েন, সে বিষয়েও এ দিন আলোচনা হয়। চকলেট, চিউংগাম ইত্যাদির মাধ্যমেও মাদক পাচার হয়। বিশেষ করে পড়ুয়াদের এই সুস্বাদু খাবারের মধ্যে মাদক মিশিয়ে খাওয়ানো হয়ে থাকে বহু ক্ষেত্রে। নির্দিষ্ট দোকানের কোনও খাবার দিনের নির্দিষ্ট সময়ে খেতে না পারলে অস্বস্তি তৈরি হলে পড়ুয়াদের সে বিষয়ে অভিভাবকদের জানানোর পরামর্শও দেন নার্কোটিক্স কন্ট্রোলের কর্তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement