নাক চাপা দিয়ে নিজেদের ঘরে বসে একাধিক মেয়র পারিষদ। পচা গন্ধে অতিষ্ঠ গোটা পুরভবন। কিন্তু গন্ধটা আসছে কোথা থেকে? বেশ কিছুক্ষণ ধরে প্রায় চিরুনি-তল্লাশির পরে গন্ধ নিয়ে ধন্দ কাটল। জানা গেল, পুরসভার অধিবেশন কক্ষ থেকে বেরোচ্ছে ওই দুর্গন্ধ। পচা ইঁদুরের। প্রশ্ন উঠেছে, শহরকে পরিচ্ছন্ন রাখার ভার যাদের, সেই পুরসভার সদর দফতরেই সাফাইয়ের এমন হাল? কয়েক হাজার কর্মী পুরসভায়। পুরভবন দেখভালে রয়েছে কেয়ারটেকারের দফতরও। রয়েছেন বহু সাফাইকর্মী। তার পরেও কেন এই অবস্থা? পুরসভা সূত্রের খবর, সাফাইয়ে কোনও গাফিলতি রয়েছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।
বুধবার অফিস খোলার পরেই পচা গন্ধ ছড়িয়ে পড়ে মেয়র পারিষদদের ঘরের আশপাশে। কিন্তু ঠিক কোথা থেকে তা ছড়াচ্ছে, বোঝা যাচ্ছিল না। দুপুর দুটোর পরে মেয়র পারিষদ দেবাশিস কুমার নিজের চেম্বারে ঢুকেই গন্ধটা পান। খোঁজাখুঁজি শুরু হয় তাঁর ঘরেও। এর মধ্যেই অবশ্য কেয়ারটেকার দফতরের কর্মীরা পুরসভার অধিবেশন কক্ষ খুলে গন্ধের উৎস খুঁজে বার করেন। দেখা য়ায়, সেখানেই মরে পচে রয়েছে একটা বড় মাপের ইঁদুর। সেই ঘর পরিষ্কার করে সুগন্ধী ছড়ানো হয়।
পুরসভা সূত্রের খবর, আজ বৃহস্পতিবার পুরসভার মাসিক অধিবেশন। মেয়র-সহ সব কাউন্সিলর এবং মেয়র পারিষদেরা ওই কক্ষে থাকবেন। সেখানে আবার পচা ইঁদুরের গন্ধ বেরোবে না তো? চিন্তায় পুর আধিকারিকেরাও।