দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইক। নিজস্ব চিত্র
লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গী আরোহী। দুমড়েমুচড়ে গিয়েছে তাঁদের মোটরবাইকটিও। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে, বরাহনগর আলমবাজারের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সহদেব মণ্ডল (৩৬)। গুরুতর আহত অবস্থায় শ্রীমন্ত বাগানিকে (৪০) আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক করা হয়েছে ছ’চাকার লরিটি।
পুলিশের দাবি, লরিটিকে পাশ কাটাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে বাইকটি। পুলিশ জানায়, বারাসতের বাণীকান্ত নগরের কাজিপাড়ার বাসিন্দা সহদেব এ দিন বাইক চালিয়ে দক্ষিণেশ্বরের দিক থেকে ডানলপের দিকে যাচ্ছিলেন। পিছনে বসেছিলেন শ্রীমন্ত। পিডব্লিউডি রোডের যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে তার উল্টো দিকেই রয়েছে ডানলপ সাব ট্র্যাফিক গার্ডের অফিস। ট্র্যাফিক পুলিশকর্মীরা জানান, সকাল ৯টা নাগাদ জোরে শব্দ শুনে তাঁরা বেরিয়ে দেখেন, রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দু’জন। একটি লরি তখন নিবেদিতা সেতুর দিকে এগিয়ে যাচ্ছে। এর পরেই ট্র্যাফিক পুলিশের দল লরিটিকে তাড়া করে সেতুর র্যাম্পে ওঠার মুখে আটায়। তখনও লরির বাঁ দিকের সামনের চাকায় আটকে ছিল মোটরবাইকটি।
পুলিশের আর একটি দল তত ক্ষণে গাড়িতে সহদেব ও শ্রীমন্তকে বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। দু’জনকেই সেখান থেকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আরজিকরে নিয়ে যাওয়ার কিছু পরেই সহদেবের মৃত্যু হয়।
তদন্তে পুলিশ জেনেছে, লরিটি পিডব্লিউডি রোড ধরে নিবেদিতা সেতুর দিকে যাচ্ছিল। সোজা ডানলপের দিকে যাওয়া ওই রাস্তা থেকে একটি র্যাম্প উঠে গিয়েছে সেতুতে। লরির পিছনেই ছিল মোটরবাইকটি।
র্যাম্পের কাছে আসতেই লরিটি রাস্তার বাঁ দিকে ঘেঁষতে থাকে। মোটরবাইকটিও লরির বাঁ দিক দিয়ে পাশ কাটিয়ে রাস্তার ডান দিকে যেতে চেষ্টা করে। তখনই লরির সামনের চাকায় ধাক্কা লাগে মোটরবাইকটির।