Eco Park

ইকো পার্কে মৌমাছি চাষ

হিডকো-র চেয়ারম্যান দেবাশিস সেন জানান, ইকো পার্কে বছরে ৬০ কেজি মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ০১:০৩
Share:

মৌ-বনে: ইকো পার্কে মৌমাছির বাক্স। ছবি: স্নেহাশিস ভট্টাচার্য

আধুনিক প্রযুক্তিতে মৌমাছি চাষ শুরু হল ইকো পার্কে। বেঙ্গল চেম্বার অব কমার্স, ওয়েবেল এবং হিডকো-র সম্মিলিত উদ্যোগে বৃহস্পতিবার ওই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। একটি স্টার্ট-আপ সংস্থা ওই কাজের দায়িত্ব পেয়েছে।

Advertisement

হিডকো-র চেয়ারম্যান দেবাশিস সেন জানান, ইকো পার্কে বছরে ৬০ কেজি মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। প্রকল্প সফল হলে পার্শ্ববর্তী গ্রামীণ এলাকাতেও তা শুরু করা হবে। উৎপাদিত মধু ইকো পার্কে আসা পর্যটকদের বিক্রির পরিকল্পনাও রয়েছে।

ওই স্টার্ট-আপ সংস্থা সূত্রের খবর, তারা মূলত প্রযুক্তি সরবরাহ করছে। সংস্থার অন্যতম কর্ণধার অরিজিৎ দাস জানান, যে বাক্সে মৌমাছিদের রাখা হয়েছে, তাতে সেন্সর এবং ক্যামেরা লাগানো আছে। বাক্সের ভিতরের তাপমাত্রা থেকে শুরু করে মৌমাছিদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement