জামিন পেয়েই গেল বাঘা যতীনের ‘ত্রয়ী’

পাটুলি থানার বীরনগরে রবিবার রাতে তরুণী নিগ্রহের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে জামিনযোগ্য ধারা দিয়েছিল পুলিশ। তাই এ দিন আদালত থেকেও জামিন পেয়ে যান তারা। মঙ্গলবার ওই তিন অভিযুক্ত শিবু দাস, নিরঞ্জন দাস ও কুট্টি দাসকে গ্রেফতার করেছিল পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ০০:০৫
Share:

পাটুলি থানার বীরনগরে রবিবার রাতে তরুণী নিগ্রহের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে জামিনযোগ্য ধারা দিয়েছিল পুলিশ। তাই এ দিন আদালত থেকেও জামিন পেয়ে যান তারা। মঙ্গলবার ওই তিন অভিযুক্ত শিবু দাস, নিরঞ্জন দাস ও কুট্টি দাসকে গ্রেফতার করেছিল পুলিশ। বুধবার আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচারক অভিজিৎ ঘোষের এজলাসে তাদের হাজির করা হয়। তরুণীর আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, ‘‘গুরুতর এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ লঘু, জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করেছে।’’ বিচারক তদন্তকারী অফিসারকে অভিযোগ কী ভাবে লিপিবদ্ধ করা হয়েছে, তা জানাতে বলেন। অফিসার বলেন, ‘‘ওই তরুণী মৌখিক ভাবে অভিযোগ করেন। তা লিপিবদ্ধ করা হয়। পুলিশের লিখিত অভিযোগ নিজে পড়ার পরে তরুণী তাতে সই করেছেন। এর পরেই মামলা দায়ের করা হয়।’’ মামলায় কয়েকটি জামিন-অযোগ্য ধারা যোগ করতে এ দিন বিচারকের কাছে তরুণীর আইনজীবীর তরফে আর্জি জানানো হয়েছিল। কিন্তু ওই আর্জি খারিজ করে দেন বিচারক।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মত্ত অবস্থায় ওই তিন অভিযুক্ত ওই তরুণীর পথ আটকান। অভিযোগ, যুবকেরা ওই তরুণীকে এবং তিনি যে আ্যাপ-ট্যাক্সিতে ছিলেন তার চালককে মারধর করে এবং ট্যাক্সিটিও ভাঙচুর করা হয়। তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলেও ওই তিন জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement