স্টেশন থেকে কয়েক পা দূরে মেট্রো রেলের সদর দফতর। সেই স্টেশনেই মেট্রোয় বিভ্রাট!
দরজা বন্ধ না-হওয়ার জেরে যাত্রী-বোঝাই একটি ট্রেন দাঁড়িয়ে রইল ঠায় ১৫ মিনিট ধরে। তার জেরে ভিড় উপচে পড়ল পিছনের ট্রেনগুলিতে। সাময়িক ভোগান্তি হল যাত্রীদের। মঙ্গলবার, পার্ক স্ট্রিট স্টেশনের ঘটনা। শেষমেশ মেট্রো কর্মীরা এসে হাত দিয়ে ঠেলে দরজাটি লক করে দেন। তাঁরা জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটিতেই দরজাটি আটকে গিয়েছিল।
মেট্রো সূত্রের খবর, দরজা-বিভ্রাটের কারণে ট্রেনটি ৪টে ৪৯ থেকে ৫টা ৫ মিনিট পর্যন্ত স্টেশনে দাঁড়িয়ে থাকে। এর ফলে পিছনের কয়েকটি ট্রেনেরও দেরি হয়ে যায়। এমনিতেই এ দিন মেট্রোয় ভিড় ছিল বেশি। তার উপরে এমন দেরিতে ভিড়ে দমবন্ধ অবস্থা হয় যাত্রীদের।
মেট্রোর তরফে বলা হয়েছে, যে-হেতু আপ লাইনে ঘটনাটি ঘটেছে, তাই পার্ক স্ট্রিটের পরে বাকি পথ ট্রেনটি ওই দিকের দরজা বন্ধ অবস্থাতেই যায়। ফলে দরজার জন্য আর কোনও স্টেশনে দেরি হয়নি।