মেট্রো বিগড়ে ভোগান্তি

ফের যান্ত্রিক ত্রুটির জেরে আটকে গেল মেট্রো। বুধবার সকাল পৌনে ন’টা নাগাদ গীতাঞ্জলি স্টেশনে একটি এসি মেট্রো আটকে পড়ে। মেট্রো সূত্রে খবর, ট্রেনটি তৃতীয় লাইন থেকে বিদ্যুৎ টানতে পারছিল না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ০০:১৩
Share:

ফের যান্ত্রিক ত্রুটির জেরে আটকে গেল মেট্রো। বুধবার সকাল পৌনে ন’টা নাগাদ গীতাঞ্জলি স্টেশনে একটি এসি মেট্রো আটকে পড়ে। মেট্রো সূত্রে খবর, ট্রেনটি তৃতীয় লাইন থেকে বিদ্যুৎ টানতে পারছিল না। আধ ঘণ্টা পরে যাত্রী নামিয়ে ট্রেনটি নোয়াপাড়া কারশেডে পাঠানো হয়। এর জেরে প্রায় এক ঘণ্টা পরিষেবা ব্যাহত হয়। আধ ঘণ্টা পর থেকে অবশ্য দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত ট্রেন চলেছে।

Advertisement

এ দিকে যাত্রীদের অভিযোগ, ইদানীং মেট্রো থমকে গেলেই সব স্টেশনের ইলেকট্রনিক ঘড়িগুলি মেট্রো কর্তৃপক্ষ বন্ধ করে দিচ্ছেন। যাতে যাত্রীরা বুঝতে না পারেন, ঠিক সময়ে মেট্রো চলছে কী না। তাঁদের দাবি, পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ ঘড়ি চালান না। অভিযোগ, এ দিনও মেট্রো আটকানোর পরে সব স্টেশনে ঘড়ি বন্ধ করা হয়। দুপুর ১টার পরেও ঘড়ি চালু হয়নি। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র অবশ্য বলেন, ‘‘বিষয়টি ঠিক নয়। তবুও খোঁজ নিয়ে দেখছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement