Anandapur

আনন্দপুরে প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ড, দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে

কী ভাবে আগুন লাগল? গুদামে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি? এই প্রশ্নের জবাব দেয়নি দমকল। তাঁদের বক্তব্য, আগুন নেভানোর পর আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ১৬:৩৫
Share:

আনন্দপুরে প্লাস্টিকের গুদামে আগুন। — নিজস্ব চিত্র।

বৃহস্পতিবার দুপুরে আনন্দপুরের চৌবাগা এলাকার একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগে যায়। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। কী ভাবে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়। আগুন নেভানোর পর অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তদন্ত করে দেখা হবে বলে বলে দমকল সূত্রে খবর।

Advertisement

আনন্দপুরের চৌবাগা এলাকার মাঝিপাড়ায় একটি প্লাস্টিকের গুদামে বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ আগুন লেগে যায়। দাহ্য পদার্থ থাকায় আগুন চোখের নিমেষে ছড়িয়ে পড়ে গোটা গুদামে। বহু দূর থেকে গুদামের কালো ধোঁয়া দেখা যায়। খবর পেয়ে আসে দমকল। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। দমকল সূত্রে খবর, গুদামের ভিতরে কেউ আটকে নেই। কিন্তু কী ভাবে আগুন লাগল? গুদামে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি? এই প্রশ্নের জবাব দেয়নি দমকল। তাদের বক্তব্য, আগুন নেভানোর পর অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে। শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। লোকালয়ের মধ্যে গুদামে এত বড় আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement