প্রতীকী ছবি।
ফোন চুরির পর সেই ফোন থেকে ইউপিআই ব্যবহার করে সল্টলেকের এক বৃদ্ধের ৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। তদন্তে নেমে ওই ব্যক্তিরই গাড়িচালককে শনিবার গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানা।
পুলিশ জানিয়েছে, যে ব্যক্তির ফোন চুরি হয়েছে, তিনি প্রাক্তন এয়ার ভাইস মার্শাল। তাঁর নাম সমীর রায়। গত ২৭ জুলাই বিধাননগর উত্তর থানায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তাঁর অভিযোগ ছিল, ১৪ জুলাই থেকে ২৩ জুলাইয়ের মধ্যে কেউ বা কারা তাঁর অ্যাকাউন্ট থেকে ৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
পুলিশকে ওই বৃদ্ধ জানিয়েছেন, তিনি ব্যাঙ্কের বই আপডেট করাতে গিয়েছিলেন। তখন তিনি জানতে পারেন অ্যাকাউন্ট থেকে ওই বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছে। এই অভিযোগ পেয়েই বিধাননগর সাইবার অপরাধ শাখা তদন্তে নামে। তখন তাঁদের প্রথম সন্দেহ হয় সমীরের গাড়িচালক রাকেশচন্দ্র বাছারকে। সন্দেহের বশে তাঁকে প্রথমে আটক করে পুলিশ। তার পর জিজ্ঞাসাবাদ করতেই আসল ঘটনা প্রকাশ্যে আসে।
পুলিশ জানতে পারে, রাকেশই ওই ব্যক্তির ফোন চুরি করেছিলেন। ফোনের সিমটি আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা ছিল। এই বিষয়টি জানতেন রাকেশ। তার পরই ফোন হাতানোর পরিকল্পনা করেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোই ছিল তাঁর লক্ষ্য। তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে যে, সমীরের ফোনের পাসওয়ার্ডও জানতেন রাকেশ। সেই পাসওয়ার্ড দিয়ে ফোনের ইউপিআই ব্যবহার করে সমীরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেন।
পুলিশ জানিয়েছে, রাকেশ উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বাসিন্দা। তাঁর কাছ থেকে একটি ভোটার কার্ড, সিম কার্ড-সহ দু’টি মোবাইল এবং দু’টি ডেবিট কার্ড উদ্ধার হয়েছে।