সৎমেয়েকে বিক্রির অভিযোগে গ্রেফতার

পুলিশ জানিয়েছে, গত ২৭ অক্টোবর, রবিবার এক মহিলা তাঁর সাত বছরের মেয়ে নিখোঁজ বলে পশ্চিম বন্দর থানায় অভিযোগ দায়ের করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ০১:২০
Share:

প্রতীকী ছবি।

সৎমেয়েকে বিক্রির অভিযোগে সঞ্জয় কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পশ্চিম বন্দর থানার পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, গত ২৭ অক্টোবর, রবিবার এক মহিলা তাঁর সাত বছরের মেয়ে নিখোঁজ বলে পশ্চিম বন্দর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে ওই মহিলার বর্তমান স্বামী সঞ্জয়কে জেরা করে জানতে পারে, সে-ই সৎমেয়েকে নিয়ে গিয়ে শিয়ালদহ স্টেশনে এক ব্যক্তির হাতে তুলে দেয় তাকে বিহারে পৌঁছে দেওয়ার জন্য। ওই মহিলাও বিহারের মেয়ে।

পুলিশ তদন্তে জানতে পারে ধৃত সঞ্জয় ওই বালিকাকে যাঁর কাছে পাঠানোর কথা বলেছিল সে-ই তার আসল বাবা। তদন্তকারীদের দাবি, বিহারে গিয়ে ওই ব্যক্তির কাছে ওই বালিকাকে পাওয়া যায়নি। সেখানে গিয়েই পুলিশ জানতে পারে বালিকার বাবা বিহারের বাসিন্দা ওই ব্যক্তি। পুলিশ জানতে পারে, মাস পাঁচেক আগে ওই মহিলা নিজের স্বামী এবং আরও দুই সন্তানকে বিহারে ছেড়ে রেখে কলকাতায় চলে আসেন সঞ্জয়কে বিয়ে করার জন্য। সঙ্গে নিয়ে আসেন বছর সাতেকের মেয়েকে।

Advertisement

পুরো বিষয়টি জানার পরে পুলিশ সঞ্জয়কে চেপে ধরলে সে তখন স্বীকার করে ওই মহিলাকে বিয়ে করতেই তাঁর সাত বছরের মেয়েকে অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। পরে পুলিশ শিয়ালদহ স্টেশনে খোঁজ করে জানতে পারে কলকাতা চাইল্ড লাইন ওই বালিকাকে স্টেশন থেকে উদ্ধার করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement