পাঁচ বছর আগে ৯৬ হাজার ২২৬ ভোটে পরাজিত হন বিজেপির রাহুল সিংহ। গত নির্বাচনে এই কেন্দ্রে গেরুয়া শিবিরের ভোট বেড়েছিল প্রায় ২১ শতাংশ। তবে এ বার ‘আত্মবিশ্বাস’ তাঁর শরীরী-ভাষায়। রবিবার ভোট-পরীক্ষার আগে হলফনামা জমা দিলেন রাহুল।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে জিতেছিলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। এ বার ফের তারই বিরুদ্ধে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী রাহুল সিংহ।
রাহুলের বাড়ি ফ্ল্যাট কোথায়, তার বর্তমান বাজারদর কত? কোন মডেলের কতগুলি গাড়ি রয়েছে তাঁর? ব্যাঙ্কে জমা টাকার পরিমাণ কী? নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি যে হলফনামা দিয়েছেন। তাতে এই সব সম্পত্তির উল্লেখ রয়েছে।
বর্তমানে বিজেপির জাতীয় সম্পাদক রাহুলের কাছে এবং তাঁর স্ত্রীর কাছে নগদ টাকার পরিমাণ ৮৫ হাজার ৯৮৮ টাকা এবং ৪৪ হাজার ৩৫৩ টাকা।
রাহুল এবং তাঁর স্ত্রীর নামে ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে ৫৮ লক্ষ ৬৪ হাজার ৩৬৯ টাকা এবং ৮৩ লক্ষ ৩৩ হাজার ৯৫৮ টাকা।
রাহুলের নিজস্ব গাড়ি রয়েছে। এই গাড়ির বর্তমান বাজারদর ৪৮ হাজার ৭০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতায় তিনি লিখেছেন, তিনি স্নাতক স্তরের পরীক্ষা পাশ করেছেন।
রাহুল সিংহ এবং তাঁর স্ত্রীর কাছে সোনার পরিমাণ ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা এবং ৭ লক্ষ ২৮ হাজার ৭৮২ টাকা।
রাহুল সিংহ এবং তাঁর স্ত্রীর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই।
রাহুল এবং তাঁর স্ত্রীর নামে কোনও ঋণ নেই।
৭টি ফৌজদারি মামলা রয়েছে রাহুল সিংহের নামে।