ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চ। সোমবার। ছবি: সংগৃহীত।
জুনিয়র ডাক্তারদের সূত্রে খবর, সোমবার বিকেলে সঠিক সময়েই নবান্নে পৌঁছে যাবেন তাঁদের প্রতিনিধিরা। সাড়ে ৪টে নাগাদ তাঁদের সেখানে যেতে বলা হয়েছে। বৈঠক শুরু হবে বিকেল ৫টায়। এর আগে যত বার বৈঠক হয়েছে, জুনিয়র ডাক্তারেরা নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরি করে পৌঁছেছেন।
আর ঘণ্টা দেড়েকের অপেক্ষা। তার পরেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক শুরু হতে চলেছে নবান্নে।
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে কারা যাবেন, তা ঠিক করতে সোমবার দুপুরে নতুন করে বৈঠকে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। ১০ জন প্রতিনিধি নিয়ে নবান্নে তাঁদের ডাকা হয়েছে।
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় এগিয়ে আসছে। আর প্রায় তিন ঘণ্টা পরেই বৈঠক শুরু হওয়ার কথা। ধর্মতলায় আশায় বসে অনশনকারীরা।
সোমবারের মধ্যে ১০ দফা দাবি না মানা হলে মঙ্গলবার সর্বাত্মক স্বাস্থ্য ধর্মঘটের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। সে দিন কোনও হাসপাতালে কোনও সিনিয়র বা জুনিয়র ডাক্তার কাজ করবেন না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তার পরেই মুখ্যসচিব ধর্মতলার অনশনমঞ্চে যান এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেন।
সোমবার সকালে ধর্মতলার অনশনমঞ্চ থেকে অনশনকারী সায়ন্তনী ঘোষ হাজরা বলেন, ‘‘আশা আছেই বলেই আমাদের প্রতিনিধিরা নবান্নে বৈঠকে যাচ্ছেন। বৈঠকের আগে কোনও নেতিবাচক মন্তব্য আমরা করতে চাই না। মুখ্যমন্ত্রীর উপর আমাদের আস্থা আছে। ন্যায়বিচারের সঙ্গে আমাদের ১০ দফা দাবির যোগসূত্র রয়েছে। আমরা সাত-আট জন ছাড়া সকলেই কাজ করছেন। পরিষেবা চালু আছে। পরিষেবা কখনও ব্যাহত হচ্ছে না। ফলে আমরা আশাবাদী হয়ে বৈঠকে যাব।’’
রবিবার মুখ্যসচিবকে ইমেল করেন জুনিয়র ডাক্তারেরা। তাঁদের ১০ দফা দাবিগুলিই তাতে আরও এক বার উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বৈঠকের জন্য সময় দেওয়ায় তাঁকে ধন্যবাদও জানানো হয়েছে ইমেলে।
সোমবারই বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডাক্তারদের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা। জুনিয়র ডাক্তারেরা মুখ্যসচিব মনোজ পন্থকে রবিবার ইমেলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তাঁরা বৈঠকে যোগ দিতে যাবেন। তবে ‘শর্ত’ অনুযায়ী অনশন তার আগে তুলে নেওয়া হবে না। বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কত জন প্রতিনিধি নবান্নে যাবেন, সে বিষয়েও উল্লেখ করা হয়নি ডাক্তারদের ইমেলে।
মমতার সঙ্গে ডাক্তারদের কথোপকথনের পর মুখ্যসচিব তাঁদের একটি ইমেল করেছিলেন। সেখানে বলা হয়েছিল, অনশন তুলে নিলে সোমবার নবান্নে ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ১০ জন প্রতিনিধিকেই নবান্নে যেতে বলা হয়েছিল। মুখ্যমন্ত্রী ৪৫ মিনিট সময় দেবেন বলে জানিয়েছিলেন মুখ্যসচিব।
শনিবার মুখ্যসচিব অনশনমঞ্চে গিয়েছিলেন। তাঁর মাধ্যমে অনশনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। ১০ দফা দাবি শোনেন তিনি। জবাবও দেন। কিছু দাবি পূরণের জন্য তিন-চার মাস সময় চেয়ে নেন ডাক্তারদের কাছে। তার পরে সোমবার বৈঠকের কথা বলা হয়।
জুনিয়র ডাক্তারদের সঙ্গে সোমবার বিকেলে নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৫ মিনিট সময় দিতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিকেল সাড়ে ৪টের মধ্যে প্রতিনিধিদের পৌঁছে যেতে বলা হয়