গৌরব মাসে শিকড়ে ফেরার ডাক শহরেও

কলকাতার বিভিন্ন পাড়ায় প্রচলিত শীতলাপুজোর গান থেকে গ্রামের ঘেঁটুপুজো, ভাদুর অনুষ্ঠান বা আলকাপ লোকনাট্যের আসরে মিশে আছে যৌন সংখ্যালঘু মানুষ বা তৃতীয় লিঙ্গভুক্তদের পরম্পরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৯ ০২:৩৩
Share:

প্রতীকী ছবি

৫০ বছর আগে জুন মাসের শেষে আমেরিকায় ম্যানহাটনের ‘স্টোনওয়াল ইন’ বলে সমকামী অধ্যুষিত এক পানশালায় পুলিশি ধরপাকড়ের ঘটনা ঘটেছিল। প্রতিবাদে উত্তাল হন সমকামী, উভকামীরা অনেকেই। সেই ঘটনার কথা মনে রেখেই জুন মাসটা গোটা দুনিয়া জুড়েই ‘প্রাইড মান্থ’ বা গৌরব মাস বলে উদ্‌যাপন করা হয়। সেই অনুষ্ঠানেই এ দিন আন্তর্জাতিক সমকামী আন্দোলনের সঙ্গে বাংলার পরম্পরাকেও মেলানোর কথা উঠল। সমাজকর্মী তথা তথ্যচিত্র পরিচালক দেবগোপাল ঘোষ নিজে সমকামী। তিনি বললেন, ‘‘ঘেঁটুপুজো, আলকাপ, ভাদুর গানেও সমকামী বা রূপান্তরকামী মানুষের কথা নানা ভাবে এসেছে। সমকামী বা রূপান্তরকামীদের অধিকারের লড়াইয়ে শহরের বাইরেও চোখ রাখতে হবে।’’ রূপান্তরকামী নারী তথা পোড়খাওয়া সমাজকর্মী রঞ্জিতা সিংহের কথায়, ‘‘তৃতীয় লিঙ্গভুক্তদের অধিকারের লড়াই মানবাধিকারের লড়াই বলেই দেখতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement