রাজপথে ধস নেমে আতঙ্ক, এ বার খাস পার্ক স্ট্রিটে। মঙ্গলবার সন্ধ্যায় পার্ক স্ট্রিট থানার সামনেই রাস্তার একাংশে তিন ফুট লম্বা, তিন ফুট চওড়া ও ছ’ফুট গভীর একটি গর্ত দেখা যায়। পুলিশ সঙ্গে সঙ্গেই সেটিকে গার্ডরেল দিয়ে ঘিরে ফেলে। ট্রাফিক পুলিশ জানায়, ধস রাস্তার একাংশে নামায় পুরোটা বন্ধ করতে হচ্ছে না। ফলে, যান চলাচল স্বাভাবিক থাকলেও বড় যানজট হবে না। খবর পেয়ে পুরকর্মীরা মেরামতি শুরু করেন। মেয়র শোভন চট্টোপাধ্যায় বুধবার দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়ে জানান, পুরনো ম্যানহোলের একটি দেওয়াল ভেঙেই এই বিপত্তি। পুর-কর্তৃপক্ষের দাবি, দিন দু’য়েকের মধ্যেই মেরামতির কাজ শেষ হয়ে যাবে।