Kolkata Weather Update

ঠান্ডার ‘ছুটি’ শেষ, আবার নামবে তাপমাত্রার পারদ! কী পূর্বাভাস হাওয়া অফিসের

রবির সকালে ঘন কুয়াশায় ঢেকেছে শহর। মকর সংক্রান্তির মুখে কিছু দিনের ‘ছুটি’ নিয়েছিল শীত। পশ্চিমি ঝঞ্ঝার কারণে দুর্বল উত্তুরে হাওয়া শীতের এই অকাল ‘ছুটি’র জন্য দায়ী। তবে পারদ আবার নামবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ০৮:৪৬
Share:

পৌষ সংক্রান্তির মুখে কিছু দিনের জন্য ‘ছুটি’ নিয়েছিল শীত। ফাইল ছবি।

ভরা জানুয়ারিতে পৌষ সংক্রান্তির মুখে কিছু দিনের জন্য ‘ছুটি’ নিয়েছিল শীত। জাঁকিয়ে ঠান্ডার আমেজ উধাও হয়েছিল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। তবে শীতের সেই ‘ছুটি’র মেয়াদ শেষ হল বলে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শীঘ্রই রাজ্যে আবার তাপমাত্রার পারদ নামতে শুরু করবে।

Advertisement

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। শনিবারও শহরের তাপমাত্রা ১৯ ডিগ্রি ছিল। গত কয়েক দিনে যেন আচমকাই উধাও হয়ে গিয়েছিল শীত।

আবহবিদরা জানিয়েছিলেন, পশ্চিমি ঝঞ্ঝার কারণে দুর্বল উত্তুরে হাওয়া শীতের এই সাময়িক এবং অকাল ‘ছুটি’র জন্য দায়ী। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার রাত থেকেই তাপমাত্রা আবার কমতে শুরু করবে। আবার চেনা মেজাজে ফিরবে শীতকাল।

Advertisement

শীত তেমন না থাকলেও কুয়াশায় ঘাটতি নেই। রবিবার সকালেও ঘন কুয়াশায় ঢেকেছে শহরের নানা প্রান্ত। বেলা বাড়লে অবশ্য সেই কুয়াশা উধাও হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তা ১ ডিগ্রি বেশি। রবিবারও শহরের তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আকাশ মেঘলা থাকলেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টাতেও বৃষ্টি হয়নি।

ডিসেম্বর মাসে রাজ্যে ছিল শীতের আকাল। তবে জানুয়ারি মাস পড়তেই পারদ নামে হু হু করে। কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে তাপমাত্রা অনেক কমে গিয়েছিল। মধ্য পৌষের শীতে জবুথবু হয়েছিল বাংলা। তবে গত কয়েক দিনে আবার শীত কমে গিয়েছে। মেঘলা আকাশ এবং দুর্বল উত্তুরে হাওয়া সংক্রান্তির আগে বাড়িয়েছে গরম। শীতের সেই দাপট আবার ফিরবে কি? হাওয়া অফিসের পূর্বাভাসের পর অপেক্ষায় রাজ্যবাসী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement