নিজস্ব চিত্র।
আর কিছু ক্ষণ পরেই রেড রোডে শুরু হয়ে যাবে পুজো কার্নিভাল। বাংলার উৎসবকে বিশ্বের দরবারে তুলে ধরতে কার্নিভালের আইডিয়া মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের। আয়োজন করে তথ্য ও সংস্কৃতি দফতর। এ বছর ৭৫টি পুজো কার্নিভালে অংশ নিচ্ছে।
মুখ্যমন্ত্রী এবং দেশ-বিদেশের অতিথিদের বসার জন্য রেড রোডের ধারে রাজবাড়ির ঠাকুর দালানের আদলে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। দর্শকদের জন্য থাকছে জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থাও। এ ছাড়া প্রায় ২০ হাজার দর্শক যাতে বসে শোভাযাত্রা দেখতে পান, তারও বন্দোবস্তো করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, পার্ক স্ট্রিটের দিকে ফোর্ট উইলিয়মের সাউথ গেট থেকে শুরু হবে শোভাযাত্রা। এখান থেকে পুজো উদ্যোক্তারা ট্যাবলো করে প্রতিমা নিয়ে যাবেন। রেড রোড ধরে শোভাযাত্রা এগিয়ে গিয়ে আকাশবাণী ভবনের পাশ দিয়ে প্রতিমা নিয়ে বাবুঘাটের দিকে চলে যাবে।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে পুরনো আস্ত জাহাজের খোঁজ মিলল কৃষ্ণ সাগরের তলায়
এ বছর নিয়ে তিন বছরে পা দিল পুজো কার্নিভাল। দেশ-বিদেশের অনেক অতিথিও অপেক্ষায় রয়েছেন এই মুহূর্তের জন্যে।
কার্নিভ্যালের জন্য একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রেড রোড, ডাফরিন রোড, আকাশবাণী ভবন সংলগ্ন বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এজেসি বোস রোড-বিবাদী বাগ-স্ট্র্যান্ড রোড খোলা থাকবে।
কার্নিভালের সময় নিরাপত্তাও আঁটোসাঁটো করা হয়েছে। রেড রোড চত্বরে থাকছে ৬টি ওয়াচ টাওয়ার। ড্রোনে নজরদারি চলবে। সিসিটিভিতে গোটা চত্বর মুড়ে ফেলা হয়েছে। তিন হাজার পুলিশ কর্মী কার্নিভালের নিরাপত্তার দায়িত্বে থাকছেন। এ ছাড়া ১৫ জন আইপিএস নজরদারি চালাবেন।
আরও পড়ুন: নিশ্চিহ্ন হওয়ার মুখে সোনার চেয়েও দামি ‘হিমালয়ান ভায়াগ্রা’, উদ্বিগ্ন গবেষকেরা
মঙ্গলবার দুপুর থেকেই রেড রোডের প্রতিমা নিয়ে পৌঁছে গিয়েছেন পুজো উদ্যোক্তারা। বিকেল ৪টে থেকে শুরু হয়ে যাবে ২০১৮ সালের পুজো কার্নিভাল।
তবে এ বছর কার্নিভালে দেখা যাবে না তিনটি পুজোকে। দুর্গাপুজোর রীতি মেনে প্রতিমা বিসর্জন দিয়ে দিয়েছে মুদিয়ালি ক্লাব। ফলে এ বছর কার্নিভালে মুদিয়ালির ট্যাবলো দেখা যাবে না।
দক্ষিণ কলকাতার আর একটি নামী পুজো কমিটি শিব মন্দিরও প্রতিমা ভাসান দিয়ে দিয়েছে। বোসপুকুর শীতলা মন্দিরের প্রতিমাও থাকছে না ট্যাবলোতে। এ বছর ট্রেলারের বদলে লরিতে করে ট্যবলো সাজানো হয়েছে। ওই ট্যাবলোতে প্রতিমার ছবি নিয়ে যাওয়া হচ্ছে। ফলে দর্শকেরা প্রতিমার দৃষ্টিনন্দন মূর্তি দেখতে পাবেন না।
বিভিন্ন পুজো উদ্যোক্তাদের বক্তব্য, এ বছর কার্নিভালে পুজোর সংখ্যা বেড়ে যাওয়ায় ট্রেলারের আকাল দেখা দিয়েছে। যাঁরা ট্রেলার পেয়েছেন, তাঁদের চড়া দাম দিতে হয়েছে। আর যাঁরা পানননি, শেষ মুহূর্তে কার্নিভালে লরিতেই ট্যাবলো সাজাতে হয়েছে।
কলকাতার রাজনীতি, কলকাতার আড্ডা, কলকাতার ময়দান, কলকাতার ফুটপাথ - কলকাতার সব খবর জানতে পড়ুন আমাদের কলকাতা বিভাগ।