Kolkata News

মহিলাদের নিরাপত্তায় পথে নামল কলকাতা পুলিশের ‘দ্য উইনার্স’

সম্প্রতি উত্তর কলকাতা থেকে এক কিশোরী অ্যাপ ক্যাবে উঠে সমস্যায় পড়েছিলেন। ট্যাংরা অবধি ধাওয়া করে চালককে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৮ ১৭:০৫
Share:

কলকাতা পুলিশের ‘উইনার্স’ বাহিনী।

প্রায়ই অভিযোগ ওঠে, রাস্তায় বেরিয়ে সুরক্ষিত নন মহিলারা। এই অভিযোগ যে অমূলক নয়, বিভিন্ন ঘটনায় তার প্রমাণও পাওয়া যায়।

Advertisement

এই শহরেরই ঘটে গিয়েছে পার্ক স্ট্রিট-কাণ্ডের মতো ঘটনা। শ্লীলতাহানি, ছিনতাই, কটূক্তির মতো ভূরিভূরি অভিযোগও জমা পড়ে থানায়।

সম্প্রতি উত্তর কলকাতা থেকে এক কিশোরী অ্যাপ ক্যাবে উঠে সমস্যায় পড়েছিলেন। ট্যাংরা অবধি ধাওয়া করে চালককে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

প্রাতভ্রমণই হোক বা রাতের কলকাতা, মহিলাদের নিরাপত্তার বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল কলকাতা পুলিশকে।

আরও পড়ুন: ছ’তলার পাইপ বেয়ে নেমে এল আসামি, আর জি করে হুলস্থুল

শেষে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের নির্দেশে মহিলাদের নিরাপত্তার জন্য একটি বিশেষ বাহিনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। গত মার্চ মাস থেকে পুলিশ ট্রেনিং স্কুল (পিটিএস)-এ মহিলা পুলিশকর্মীদের প্রশিক্ষণ চলছিল।অবশেষে বুধবার সেই ‘প্রমীলা বাহিনী’ রাজপথে নামল। বাহিনীর নাম দেওয়া হয়েছে ‘দ্য উইনার্স’।

দেখুন ভিডিয়ো

সৌজন্য: কলকাতা পুলিশের ফেসবুক পেজ

বাজার, স্কুল, কলেজ, হাসপাতাল, শপিংমল থেকে শুরু করে যেখানেই গোলমাল হোক না কেন মহিলা পুলিশকর্মীরা সেখানে পৌঁছে যাবেন। তাঁরা যাতে দ্রুত পদক্ষেপ করতে পারে, সেই ক্ষমতাও দেওয়া হয়েছে ওই বাহিনীকে।

আরও পড়ুন: যাদবপুরে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা

ট্রাফিক পুলিশের মতোই মহিলা পুলিশকর্মীদের উর্দিতে লাগানো থাকবে ‘বডি ক্যামেরা’। পুলিশকর্তারা জানাচ্ছেন, ওই বাহিনীর মূল লক্ষ্য হবে শ্লীলতাহানির মতো অপরাধকে দমন করা।এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ লালবাজারে পুলিশ কমিশনার রাজীব কুমারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল ‘দ্য উইনার্স’।

লালবাজার সূত্রে খবর, এই বাহিনীতে প্রত্যেক পুলিশকর্মী বাইক চালাতে পারদর্শী। কলকাতা পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (দক্ষিণ) অপরাজিতা রাইয়ের অধীনে ওই বাহিনী কাজ করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement