ফাইল চিত্র।
কলকাতা পুলিশের তরফে শহরের রোয়িং ক্লাবগুলিকে যত দিন না প্রশিক্ষণ পরিচালনার পদ্ধতি (স্ট্যার্ন্ডাড অপারেটিং প্রসিডিউর) তৈরি করে দেওয়া হবে, তত দিন পর্যন্ত ক্লাবগুলিতে রোয়িং বন্ধ রাখতে হবে।
বৃহস্পতিবার কলকাতার পুলিশ কমিশনারের উপস্থিতিতে রোয়িং ক্লাব, সাঁতার ক্লাবগুলির কর্তা এবং কেএমডিএ-এর প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক হয় লালবাজারে। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, লেক ক্লাবের যুগ্ম সম্পাদক দেবু দত্ত। তিনি বলেন, ‘‘পুলিশের তরফে রোয়িং ক্লাবগুলিকে উদ্ধারকারী বোট এবং উদ্ধারকর্মী রাখার কথা বলা হয়েছে। তবে যত দিন না এসওপি দেওয়া হচ্ছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তত দিন রোয়িং বন্ধ রাখা হবে।’’
গত শনিবার সন্ধ্যায় কালবৈশাখীর সময় রোয়িং ক্লাবে দুর্ঘটনা ঘটে। রোয়িং করতে গিয়ে মৃত্যু হয় দুই যুবকের। সেই ঘটনার পর রোয়িং ক্লাবগুলিতে রোয়ারদের নিরাপত্তা এবং দুর্ঘটনা মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে এই বৃহস্পতিবার বৈঠক হয়।