সল্টলেকে জোড়া দুর্ঘটনা, মৃত্যু মহিলার

প্রত্যক্ষদর্শীদের একাংশের বক্তব্য, বাসটি রাস্তার ডান দিক ধরেই যাচ্ছিল, স্কুটার চালিয়ে পূজা যাচ্ছিলেন বাসের বাঁ দিকের লেন ধরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৮ ০২:০৮
Share:

প্রতীকী ছবি।

একই দিনে জোড়া দুর্ঘটনা সল্টলেকে। বৃহস্পতিবার যার জেরে মৃত্যু হল এক মহিলার এবং গুরুতর আহত হলেন এক বৃদ্ধা। পুলিশ জানিয়েছে, প্রথম ঘটনাটি ঘটে এ দিন সকাল সওয়া ৯টা নাগাদ বিশ্ববাংলা সরণিতে। সে সময়ে ই এম বাইপাসের দিক থেকে স্কুটার পাঁচ নম্বর সেক্টরের অফিসে যাচ্ছিলেন সোনারপুর থানা এলাকার নতুনপাড়ার বাসিন্দা পূজা পাল (২৬)। নিক্কো পার্কের মোড় পার করে পাঁচ নম্বর সেক্টরের দিকে ঘুরতেই পিছন থেকে কদমতলা-নিউ টাউন রুটের একটি বেসরকারি বাস তাঁকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন সেক্টরের একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী পূজা। মাথায় হেলমেট থাকা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। পুলিশ জানায়, দ্রুত উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের একাংশের বক্তব্য, বাসটি রাস্তার ডান দিক ধরেই যাচ্ছিল, স্কুটার চালিয়ে পূজা যাচ্ছিলেন বাসের বাঁ দিকের লেন ধরে। ইউ টার্ন নেওয়ার সময়ে পূজা স্কুটার নিয়ে বাঁ দিক থেকে জা ডান দিকে ঘুরতে যান। তাতেই ঘটে দুর্টনা। তবে বাসটির গতিও খুব বেশি ছিল বলে অভিযোগ। পুলিশ জানায়, ঘটনার পরে পালিয়ে যান বাসচালক। বাসটি আটক করেছে পুলিশ। চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে বলে জানানয় পুলিশ।

এই ঘটনার ঘণ্টা দুই পরেই করুণাময়ী মোড়ের কাছে রাস্তা পেরোতে যান সল্টলেকের বিধান আবাসনের বাসিন্দা, বছর আশির প্রভা সরকার। প্রত্যক্ষদর্শীরা জানান, সেই সময়ে রাস্তায় গাড়ি চলাচলের জন্য সিগন্যাল খোলা ছিল। ফলে পেরোনোর সময়ে হঠাৎ একটি গাড়ির সামনে চলে আসেন তিনি। গাড়িচালক ব্রেক কষলেও তাঁর গায়ে ধাক্কা লাগে। পুলিশ জানিয়েছে, রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত লেগেছে প্রভাদেবীর। স্থানীয়েরা জানান, গাড়িটির চালক তাঁকে হাসপাতালে নিয়ে যেতে উদ্যোগী হন। কিন্তু তত ক্ষণে কিছু অটোচালক ঘটনাস্থলে চলে আসেন। অটোচালকদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। এর পরে ঘটনাস্থলে যায় পুলিশ। বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, গাড়ির চালক মদন গোপাল কোঠারিকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

বিধাননগরের এক পুলিশকর্তা জানান, দুর্ঘটনা নিয়ন্ত্রণে অনেক ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু হুঁশ ফিরছে না একাংশের। তিনি জানান, ওই এলাকায় গতি নিয়ন্ত্রণের জন্য আরও বেশি ব্যবস্থা করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement