পুকুরের মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে, দক্ষিণ শহরতলির বিষ্ণুপুর থানার মামুদপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, ঘটনায় মৃতদের নাম দীপ দাস (৩০), শান্তিগোপাল হুদাইত (২৮) এবং কমল পাত্র (২৮)।
তদন্তকারীরা জেনেছেন, এলাকার বিভিন্ন পুকুর লিজ নিয়ে দীপ মাছ চাষ করতেন। ওই রাতে পুকুরের চার দিকে আলো জ্বালিয়ে মোটর পাম্পের সাহায্যে জল তুলছিলেন তিনি। সঙ্গে ছিলেন দুই কর্মচারী শান্তিগোপাল এবং কমল।
পুলিশ জানিয়েছে, মাছ যাতে চুরি না হয়, সে জন্য পুকুরের চার দিকে লোহার তারের জাল দেওয়া হয়েছিল। কাজের সুবিধার জন্য পুকুরের চার ধারে খুঁটিতে আলোও লাগানো ছিল। কোনও ভাবে খুঁটিতে লাগানো বিদ্যুতের তার থেকে শর্ট সার্কিট হয়ে ওই জালেও বিদ্যুৎ ছড়িয়ে যায়। তিন জন জাল সরাতে গেলে তাই একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন।
আশেপাশের বাসিন্দারা রাতেই তিন জনকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।