চাকরির দাবিতে অবস্থানে ছাত্রছাত্রীরা

টিএমসিপির রাজাবাজার বিজ্ঞান কলেজের নেতা দীপ পোদ্দার বলেন, ‘‘হস্টেলের বিষয় থেকে নজর ঘোরাতে এই অবস্থান। প্লেসমেন্ট চলছে। চলতি শিক্ষাবর্ষে ১৩০ জন চাকরি পেয়েছেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৮ ০২:৪৭
Share:

চলছে পড়ুয়াদের অবস্থান-বিক্ষোভ। বুধবার, রাজাবাজারে। নিজস্ব চিত্র

প্লেসমেন্টের দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার ক্যাম্পাসে প্রযুক্তি বিভাগের পড়ুয়ারা বুধবার অবস্থানে বসেন। তাঁদের দাবি, উপাচার্যকে আসতে হবে। প্রযুক্তি বিভাগের ডিন অম্লান চক্রবর্তী ও ডেপুটি রেজিস্ট্রার শান্তনু পাল এলেও রাত পর্যন্ত বিজ্ঞান বিভাগের সচিব অমিত রায়ের ঘরের সামনে অবস্থানকারীরা অনড় থাকেন।

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তৃণমূল ছাত্র পরিষদের ‘গোষ্ঠীদ্বন্দ্বের ফসল’ এই অবস্থান। ক’দিন আগেই অপটিক্স অ্যান্ড ফোটনিক্স বিভাগের এক ছাত্র হস্টেলে র‌্যাগিংয়ের শিকার বলে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন। বিষয়টি অ্যান্টি র‌্যাগিং কমিটিতে বিচারাধীন। ওই ছাত্রের অভিযোগ, হস্টেলে মত্ত অবস্থায় অভিযুক্তেরা তাঁকে ভয় দেখাচ্ছেন। বিষয়টি জেনে কলেজের পাশে পিজি মেন হস্টেলে মঙ্গলবার অমিত রায় নিরাপত্তারক্ষীদের পাঠান। মদের বোতলও পাওয়া যায়। ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হবে তা স্থির করতে অমিতবাবু এ দিন বৈঠকের ডাক দিয়েছিলেন। বৈঠক শুরুর আগেই টিএমসিপির অন্য গোষ্ঠীর নেতৃত্বে অবস্থানের ডাক দেওয়া হয় বলে অভিযোগ। টিএমসিপির রাজাবাজার বিজ্ঞান কলেজের নেতা দীপ পোদ্দার বলেন, ‘‘হস্টেলের বিষয় থেকে নজর ঘোরাতে এই অবস্থান। প্লেসমেন্ট চলছে। চলতি শিক্ষাবর্ষে ১৩০ জন চাকরি পেয়েছেন।’’

টিএমসিপি অপর গোষ্ঠীর নেতা সুব্রত ঘোষের বক্তব্য, ‘‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগী নয় বলে পড়ুয়ারা চাকরি পাচ্ছেন না। এ দিন অম্লানবাবু বলেন, ‘‘প্লেসমেন্ট নিয়ে বিশ্ববিদ্যালয় উদ্যোগী। সবটা বাস্তবায়িত করতে একটু সময় লাগছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement