রাস্তাতেই শুয়ে প্রতিবাদ রাজেশ চিরিমারের। —নিজস্ব চিত্র।
পুরভবনে নিজের গাড়ির পার্কিংয়ের জায়গা না পেয়ে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানালেন মেয়র পারিষদ। এমনই ঘটনার সাক্ষী রইল বিধানগর পুরসভা।
বুধবার দুপুরে সল্টলেকে বিধাননগর পৌরভবনে পৌঁছন বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ (শিক্ষা) রাজেশ চিরিমার। সেখানে ভবনের ভিতরে নিজের গাড়ির পার্কিং করতে গেলে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। তাঁদের বক্তব্য, ভিতরে গাড়ি পার্ক আর করার জায়গা নেই।
মেয়র পারিষদ নিজের পরিচয় দেওয়া সত্ত্বেও চিরিমারের গাড়ি ঢুকতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। এর পরই মেজাজ হারান মেয়র পারিষদ। পৌরভবনের সামনের রাস্তাতেই সটান শুয়ে পড়েন চিরিমার।
দেখুন ভিডিয়ো
প্রায় ৪৫ মিনিট রাস্তাতেই শুয়ে থাকেন তিনি। তার পরও দেখা যায় গোটা বিষয়টি নিয়ে আদৌ হেলদোল নেই কারওরই। অপর মেয়র পারিষদ সুধীর সাহা সেই সময় পুরভবনে ঢুকছিলেন। তিনিও চিরিমারকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু রাস্তা থেকে উঠতে রাজি হননি চিরিমার।
আরও পড়ুন: অপারেশন আলিপুর! শাসকের হয়ে ‘কাজ’ সারল যে দাগী আসামিরা
প্রায় এক ঘণ্টা সেখানে শুয়ে থাকার পরও চিরিমারের প্রতিবাদে কেউ সাড়া না দেওয়ায়, শেষ পর্যন্ত রণে ভঙ্গ দেন তিনি। যাওয়ার সময় তাঁর খেদোক্তি,“পৌরভবনেই আর আমি পা দেব না।”