ছবি: সংগৃহীত।
চিকিৎসায় গাফিলতিতে রোগী-মৃত্যুর অভিযোগ উঠল সল্টলেক আমরি হাসপাতালের বিরুদ্ধে।
পুলিশ জানায়, কাশীপুরের ভারতী সাহা শনিবার কালীঘাটের একটি নার্সিংহোমে মারা যান। এর পরেই তাঁর পরিবার আমরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ভারতীদেবীর ছেলে পঙ্কজ জানান, বুকে ব্যথা নিয়ে ১৬ এপ্রিল আমরিতে ভর্তি হন ভারতিদেবী। অস্ত্রোপচারের জন্য নির্দিষ্ট প্যাকেজে খরচ নির্ধারিত হয়। অভিযোগ, অস্ত্রোপচারের দিন দুয়েক পরেই হাসপাতাল থেকে যে বিল দেওয়া হয়, তাতে টাকার পরিমাণ নির্ধারিত অঙ্কের থেকে কয়েক লক্ষ বেশি। তা নিয়ে প্রশ্ন তুলতেই রোগীকে বাড়ি নিয়ে যাওয়ার চাপ দেওয়া হয়।
অভিযোগ, ভারতীদেবী জানান তিনি সুস্থ নেই। তার পরেও জোর করা হয়, যাতে অতিরিক্ত বিল মিটিয়ে অসুস্থ রোগীকে নিয়েই হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়া হয়। বাড়িতে ফেরার পরেই অর্থাৎ ২৭ এপ্রিল তিনি অসুস্থ হয়ে পড়়েন। এর পরে কালীঘাটের কাছের নার্সিংহোমে ভর্তি করা হয়। তিনি মারা যান।
সমস্ত অভিযোগ অস্বীকার করে আমরি কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, ভারতীদেবীর শারীরিক উপশম বুঝেই ওঁকে ছাড়া হয়। এ ছাড়া ওঁকে ভর্তি করার সময় যে প্যাকেজের কথা বলা হয়েছিল, তারও কম বিল নেওয়া হয় এবং পুরো বিলে দেড় লক্ষ টাকার বেশি ছাড় দেওয়া হয়।