মেয়রের নামে ভুয়ো জিএসটি অ্যাকাউন্ট, ষড়যন্ত্রের অভিযোগ শোভনের

মাসখানেক ধরে মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ-বিচ্ছেদের মামলা ঘিরে এমনিতেই বিতর্ক চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৮ ০১:৫১
Share:

তাঁর এমন কোনও ব্যবসা নেই, যে জিএসটি অ্যাকাউন্ট খুলতে হবে। অথচ, তাঁর নাম ব্যবহার করে জিএসটি অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানালেন খোদ কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার নিজেই এ কথা জানিয়ে মেয়র বলেন, ‘‘পুরো বিষয়টি জানিয়ে লালবাজারের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছি। যিনি ওই কাজ করেছেন, তিনি একটি মোবাইল নম্বর ব্যবহার করে sovanchatterjee2017@gmail.com নামে একটি মেল আইডি-ও খুলেছেন।’’ মেয়রের সন্দেহ, তাঁর নামে ওই জিএসটি অ্যাকাউন্ট খোলার পিছনে কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে। এ দিন তিনি জানান, লালবাজারে সাইবার ক্রাইম শাখার যুগ্ম কমিশনারের কাছে গত ১০ এপ্রিল এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি। কলকাতা পুলিশের গোয়েন্দা-প্রধান প্রবীণ ত্রিপাঠী বলেন, ‘‘মেয়রের নামে ভুয়ো মেল আইডি তৈরি করে একটা জিএসটি অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। সাইবার ক্রাইম শাখা তদন্ত শুরু করেছে।’’

Advertisement

মাসখানেক ধরে মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ-বিচ্ছেদের মামলা ঘিরে এমনিতেই বিতর্ক চলছে। তা আরও তুঙ্গে ওঠে মেয়রের ‘পারিবারিক বন্ধু’ এক শিক্ষিকার নাম জড়িয়ে যাওয়ায়। দু’পক্ষের বাদানুবাদ পর্বও চলে বেশ কিছু দিন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ‘ভুয়ো’ জিএসটি অ্যাকাউন্টের অভিযোগ। পুলিশের কাছে লিখিত অভিযোগে মেয়র জানিয়েছেন, ওই ঘটনায় তাঁর সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। যে ব্যক্তি ওই ভুয়ো অ্যাকাউন্ট খুলেছেন, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। মেয়রের দাবি, তিনি যে আয় করেন, তাতে জিএসটি অ্যাকাউন্ট খোলার কোনও প্রয়োজনই নেই।

এ দিকে, মোবাইল নম্বর সার্চ করে দেখা গিয়েছে, যে নম্বর ব্যবহার করে মেল আইডি খোলা হয়েছে, তা শুভাশিস দাস নামে এক জনের নামে রয়েছে। পুলিশ অবশ্য এখনও জানায়নি ওই মোবাইল নম্বর কার। প্রসঙ্গত, মেয়রের এক আত্মীয়ের নামও শুভাশিস দাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement