মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি- পিটিআই
এমএলএ গেটে তালা ঝুলিয়ে দেওয়া ভিতরে আট জন বিজেপি বিধায়ক আটকে পড়েছেন বলে অভিযোগ তুলল বিজেপি। তালা ঝোলানোর প্রতিবাদে হস্টেলের গেটের বাইরে বিক্ষোভ বসে পড়েন বিজেপি-র বিধায়করা।
কলকাতা পুুরভোট চলাকালীন সল্টলেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি ঘিরে ফেলল বিশাল পুলিশ বাহিনী। তবে ঠিক কী কারণে এই পদক্ষেপ করা হল, তা এখনও স্পষ্ট নয়। বিজেপি-র অভিযোগ, ভোটের নাম প্রহসন চালানো হচ্ছে।
মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টে নাগাদ ভোট দিতে এসেছেন তিনি। ভোট দিতে ঢোকার সময় তাঁর সঙ্গে ছিলেন ৭৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়।
বিকেল ৩টে অবধি কলকাতায় ভোট পড়েছে ৫২.২৫ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছিল ৩৭.৮৯ শতাংশ।
সপরিবারে ভোট দিয়েছেন ফিরহাদ হাকিম। চেতলা বয়েজ স্কুলে ভোট দিয়েছেন তিনি। ৮২ নম্বর ওয়ার্ডের ভোটার তিনি।
সপরিবারে ফিরহাদ হাকিম।
মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৭৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। রবিবার দুপুর ২টোর পর ভোট দিতে গিয়েছিলেন তিনি। পুরভোটে হিংসার অভিযোগ নিয়ে অভিষেক বলেছেন, ‘‘বিক্ষিপ্ত অশান্তিতে তৃণমূলের কেউ যুক্ত থাকলে দল তাঁদের রেয়াত করবে না।’’
ভোট দিতে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।
কলকাতা পুরসভার নির্বাচন চলছে শান্তিপূর্ণ ভাবেই। রবিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন যুগ্ম পুলিশ কমিশনার। তিনি জানিয়েছে, সকাল থেকে বিভিন্ন ঘটনায় এখনও পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। টাকি স্কুলের সামনে বোমাবাজির ঘটনাতেও এক জন গ্রেফতার হয়েছে বলে জানিয়েছেন তিনি।
কলকাতা পুরভোটে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৭.৮৯ শতাংশ। সকাল ৯টা অবধি ভোট পড়েছিল ১০.৮৬ শতাংশ।
কলকাতা পুরভোটে অশান্তি নিয়ে অভিযোগ জানাতে কমিশনে গেল বামেরা। এর আগে কমিশনে গিয়ে অভিযোগ জানিয়েছে বিজেপি এবং কংগ্রেস।
কলকাতা পুরভোটে অশান্তির করার অভিযোগে দুপুর ১২টা পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার।
বুথের মধ্যেই হাতাহাতিতে জড়াল তৃণমূল এবং কংগ্রেস। ব্রেবোর্ন রোডে জৈন স্কুলে ঘটেছে এই ঘটনা। তাঁর এডেন্টকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস প্রার্থী। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভোট দিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার সকালে প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে ভোট দেন তাঁরা। ভোট দিয়ে বেরিয়ে এসে নির্বাচন কমিশনের প্রতি অসন্তোষ ব্যক্ত করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়।
কলকাতা পুরভোটে অশান্তির অভিযোগ তুলে রাজ্য জুড়ে রবিবার বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বিজেপি। বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ কথা জানিয়েছেন।
পুরভোটে রিগিংয়ের অভিযোগ তুলে বড়তলা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসল বিরোধীরা। সিপিএম, কংগ্রেস এবং বিজেপি— তিন দলের কর্মীরাই থানার উল্টোদিকে বসে পড়েছেন। সেখানেই বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। তাঁদের অভিযোগ, শাসকদল রিগিং করেছে। মানুষ ভোট দিতে পারছে না। কিন্তু এ ব্যাপারে উদাসীন কলকাতা পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশন। থানার সামনের রাস্তা অবরোধও করেছেন তাঁরা।
বড়তলা থানার সামনে বিক্ষোভ বিরোধীদের। নিজস্ব চিত্র।
বিজেপি-র পর পুরভোট নিয়ে অভিযোগ জানাতে কমিশনে গেল কংগ্রেস।
কলকাতা পুরভোটের অশান্তি নিয়ে অভিযোগ জানাতে রাজ্য নির্বাচন কমিশনে গেল বিজেপি। অগ্নিমিত্রা পাল এবং শিশির বাজোরিয়া রবিবার দুপুরে গিয়েছেন সেখানে।
ভোটদানে বাধা দিচ্ছে তৃণমূল। এই অভিযোগ তুলে বাঘাযতীন মোড়ে রাস্তা অবরোধ করেছে বামেরা। সকাল থেকেই ওই এলাকার বেশ কয়েকটি বুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযওগ তুলেছে বামেরা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
শিয়ালদহে টাকি স্কুলের সামনে হল বোমাবাজি। রাস্তায় দেখা গিয়েছে বোমার দাগ। সেখানে রয়েছে পুলিশ।
টাকি স্কুলের সামনে বোমাবাজি। নিজস্ব চিত্র।
রবিবার দুপুর আড়াইটে নাগাদ সাউথ সিটি স্কুলে ভোট দেবেন তৃণমূলের সাংসদ দীপক অধিকারী। যিনি দেব নামেই জনপ্রিয়। সে সময় তাঁর সঙ্গে থাকবেন ৯৩ ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মৌসুমী দাস।