FirhadHakim

‘নেতাজি চা খেয়েছিলেন বলে সেই বাড়ি হেরিটেজ’! শহরের ঐতিহ্য নিয়ে ‘টক টু মেয়র’-এ মন্তব্য ববির

হেরিটেজ প্রসঙ্গে বলতে গিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম দাবি করেন, নিয়ম না মেনে অনেক ভবনকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। বৈজ্ঞানিক বা ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রাখা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৯:২৬
Share:

ফিরহাদ হাকিম। —ফাইল চিত্র।

কলকাতার ঐতিহ্য হিসাবে কোন ভবনকে মর্যাদা দেওয়া হবে, এ নিয়ে কথা বলতে গিয়ে আবার বাম আমলকে দুষলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে হেরিটেজ রক্ষা সম্পর্কিত একটি প্রশ্নের জবাবে ফিরহাদ জানান, যাঁদের আর্থিক সঙ্গতি নেই, তাঁরা হেরিটেজ কী ভাবে রক্ষা করবেন? মেয়র জানান সে ক্ষেত্রে বিশেষ কোনও ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, ‘‘স্পেশ্যাল কিছু বিকল্প ব্যবস্থা করার চিন্তাভাবনা চলছে। তবে এখনও সিদ্ধান্ত কিছু হয়নি। বেশ কিছু প্রস্তাব রাজ্য হেরিটেজ কমিশনে পাঠানো হয়েছে।’’

Advertisement

হেরিটেজ প্রসঙ্গে বলতে গিয়ে কলকাতার মেয়র দাবি করেন, নিয়ম না-মেনে অনেক ভবনকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। বৈজ্ঞানিক বা ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রাখা হয়নি। কিন্তু বর্তমানে বৈজ্ঞানিক ভাবে ঐতিহাসিক গুরুত্ব থাকলে তবেই সংশ্লিষ্ট ভবনকে হেরিটেজ হিসাবে গুরুত্ব দেওয়া হবে। ফিরহাদ বলেন, ‘‘চা খেতে গিয়েছেন নেতাজি, বাম আমলে এ রকম বাড়িকেও হেরিটেজ করা হয়েছে। এখন রাজ্য হেরিটেজ কমিশন অনুমতি দিলে তবেই কোনও ভবনকে হেরিটেজ করা হবে। ‘আর্কিটেকচার ভ্যালু’ এবং ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে ‘গ্রেড’ নির্বাচন করা হবে।”

কলকাতায় খাটাল সমস্যা নিয়েও মন্তব্য করেছেন ফিরহাদ। বস্তুত, আনন্দপুর, কাশীপুর, উল্টোডাঙা, বেহালা, তপসিয়া, তিলজলা প্রভৃতি এলাকায় খাটালের সমস্যা নিয়ে দীর্ঘ দিনের অভিযোগ সেখানকার বাসিন্দাদের। অনেকে ‘টক টু মেয়র’-এ ফোন করে খাটাল নিয়ে অভিযোগ জানান। অভিযোগ, নর্দমায় খাটালের বর্জ্য জমে থাকার ফলে জল বার হচ্ছে না। সেই জল জমে খাটালের বর্জ্য ভেসে বেড়াচ্ছে। দুর্গন্ধে ভরে যাচ্ছে গোটা এলাকা। বাসিন্দারা অভিযোগ করেছেন, গরু-মহিষের বর্জ্য পদার্থের দুর্গন্ধে কার্যত সেখানে থাকা তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠছে। বারবার বলা সত্ত্বেও কোনও কাজ হচ্ছে না। এই অবস্থায় গত কয়েক বছরে শহরের বুকে কী ভাবে বেআইনি খাটাল তৈরি হচ্ছে, তা-ই নিয়ে প্রশ্ন উঠছে। পুরসভার নজরদারির অভাবের অভিযোগ উঠেছে। তবে এই সমস্ত সমস্যা এবং অভিযোগ প্রসঙ্গে মেয়র বলেন, ‘‘ক্যাটল ডিভিশনকে চিঠি দিতে হবে খাটাল আছে বলে। কলকাতা পুরসভার কোনও ক্ষমতা নেই এতে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement