Talk to Mayor

বেআইনি নির্মাণ বন্ধ না হওয়ায় ‘অপমানিত’ ফিরহাদ

প্রায় প্রতি সপ্তাহেই ‘টক টু মেয়র’-এ আসছে একাধিক বেআইনি নির্মাণের অভিযোগ। শুক্রবারও যার ব্যতিক্রম হয়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ০৫:৪০
Share:
An image of Firhad Hakim

মেয়র ফিরহাদ হাকিম। —ফাইল চিত্র।

বেআইনি নির্মাণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার কথা পুর কর্তৃপক্ষ যতই মুখে বলুন না কেন, বাস্তবে কিন্তু তার উল্টো প্রতিফলনই দেখা যাচ্ছে। প্রায় প্রতি সপ্তাহেই ‘টক টু মেয়র’-এ আসছে একাধিক বেআইনি নির্মাণের অভিযোগ। শুক্রবারও যার ব্যতিক্রম হয়নি। যা শুনে এ দিন ক্ষুব্ধ মেয়র বলেন, ‘‘প্রতিদিন বেআইনি নির্মাণের অভিযোগ শুনতে হচ্ছে। এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক।’’

এ দিন এক বাসিন্দা অভিযোগ করেন, ক্যানিং স্ট্রিটে বেআইনি নির্মাণ হলেও পুর বিল্ডিং বিভাগ কোনও গুরুত্বই দিচ্ছে না। অভিযোগ শুনে পুর কমিশনার এবং বিল্ডিং বিভাগের ডিজি-র উদ্দেশে ফিরহাদ বলেন, ‘‘বেআইনি বাড়ির খবর দেওয়া মানুষের কাজ নয়। তাঁরা অভিযোগ জানানোর পরে আমরা ব্যবস্থা নিচ্ছি। তা হলে সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের রেখে লাভ কী? এমন হলে আমরা একটা ওয়েবসাইট তৈরি করি, যেখানে নাগরিকেরা বেআইনি নির্মাণের খবর দেবেন!’’

উল্লেখ্য, পুরসভার বিল্ডিং বিভাগের দায়িত্বে মেয়র নিজে। ফলে প্রশ্ন উঠছে, বিল্ডিং দফতর কি কাজ করছে না, না কি মেয়রের কথা শুনছে না? এই প্রসঙ্গে মেয়রের সাফাই, ‘‘বেআইনি নির্মাণ হতে চার থেকে ছ’মাস সময় লাগে। এ ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে নজরদারির দায়িত্ব ইঞ্জিনিয়ারদের। হয় তাঁরা এলাকায় ঘুরছেন না, অথবা তাঁরা অপদার্থ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন