মোবাইল ফোনের সূত্র ধরে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ। একই সঙ্গে অপহরণকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার, দক্ষিণ ২৪ পরগনার আমতলা এলাকা থেকে। পুলিশ জানায়, ব্যবসায়ীর নাম আখতার হোসেন মোল্লা। তাঁর বাড়ি নাদিয়াল এলাকার খালধারি রোডে। সেখানেই ধরা পড়ে আবদুল রেজ্জাক নামে ওই সন্দেহভাজন অপহরণকারী। ধৃত রেজ্জাক জমি-বাড়ির দালালি করে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বাড়ি থেকে কাজের জন্য বেরোলেও রাতে ফেরেননি আখতার। পর দিন সকালে স্ত্রীকে ফোন করে আখতার জানান, তাঁকে অপহরণ করা হয়েছে ও ৭৫ হাজার টাকা দিলে তিনি ছাড়া পাবেন। তার পরই আখতারের স্ত্রী রাজিয়া বিবি নাদিয়াল থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে পুলিশ জেনেছে, আখতার তাঁর স্ত্রীকে ফোন করেছিলেন আমতলা থেকে। সেই মতো পুলিশ রাজিয়া বিবিকে নিয়ে গিয়ে টোপ ফেলে। রেজ্জাক টাকা নিতে এলে ধরা পড়ে। তার বাড়ি থেকেই উদ্ধার করা হয় আখতারকে। পুলিশের ধারণা, রেজ্জাক ব্যক্তিগত শত্রুতার জেরেই আখতারকে অপহরণ করেছিল।