সই জালের ঘটনায় জামিনে মুক্ত

মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের জাল সই কাণ্ডে ধৃত জোনাকি বসুকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি দিল বিধাননগর আদালত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪২
Share:

মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের জাল সই কাণ্ডে ধৃত জোনাকি বসুকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি দিল বিধাননগর আদালত।

Advertisement

গত মাসের ১২ তারিখে রাজীব ঘোষ নামে এক প্রোমোটার এবং জোনাকি বসুকে গ্রেফতার করেছিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। দু’জনের বিরুদ্ধে অভিযোগ, মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের সই জাল করে একটি চিঠি বিধাননগর পুরসভায় জমা করেছিলেন। যাতে একটি বাড়ির প্ল্যানের অনুমোদন দেয় পুরসভা।

শুক্রবার সেই মামলার শুনানি ছিল। এ দিন শুনানিতে অভিযুক্তের আইনজীবী জোনাকি বসুর জামিনের আবেদন করেন। জামিনের তীব্র বিরোধিতা করেন সরকারি আইনজীবী।

Advertisement

ইতিমধ্যেই এই মামলায় এক অভিযুক্ত রাজীব ঘোষ জামিন পেয়েছেন। এ দিন আদালতে সওয়াল জবাব শেষ হলে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন বিচারক শুভ্রসোম ঘোষাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement