স্বাভাবিক হয়েছে স্কুল। —ফাইল চিত্র।
জি ডি বিড়লা স্কুলের শিশু পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগের মামলায় তদন্তকারী অফিসারকে বদল করা হয়েছে বলে আদালতে জানাল রাজ্য। একই সঙ্গে তারা জানায়, শিশুদের যৌন নির্যাতন ঠেকাতে যে বিশেষ আদালত রয়েছে, তার বিচারক ওই ছাত্রীর বাবার আবেদন মেনেই এই বদলের নির্দেশ দিয়েছেন।
পুলিশ ঠিকমতো তদন্ত করছে না, এই অভিযোগে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের আদালতে মামলা করেছিলেন ওই ছাত্রীর বাবা। শুক্রবার তারই শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদার এবং সরকারি কৌঁসুলি তালে মাসুদ সিদ্দিকি ওই কথা জানান।
সরকারি আইনজীবীরা আরও জানান, নিম্ন আদালতের তত্ত্বাবধানে তদন্ত চলছে। তাই হাইকোর্টের তত্ত্বাবধানের প্রয়োজন নেই। একসঙ্গে দু’টি আদালত কোনও তদন্তের তত্ত্বাবধান করতে পারে না। বিচারপতি বসাকের আদালতে সরকারি কৌঁসুলিরা নিম্ন আদালতের নির্দেশের প্রতিলিপি পেশ করেন। তা দেওয়া হয় ছাত্রীর বাবার আইনজীবীকেও।
বিচারপতি সরকারি কৌঁসুলিদের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং অভিযোগকারীর আইনজীবীকে জানান, নিম্ন আদালতের বিচারকের কাজে হাইকোর্ট হস্তক্ষেপ করবে না। অভিযোগকারীর আইনজীবী জানান, তিনি নিম্ন আদালতের নির্দেশ খতিয়ে দেখে বক্তব্য জানাবেন। বিচারপতি জানান, পরবর্তী শুনানি ৯ ফেব্রুয়ারি। উল্লেখ্য, ধৃত দুই শিক্ষকের জামিনের আবেদন এ দিন নাকচ করে আদালত।