ছবিটি তুলেছেন শৌভিক দে।
দেখে মনে হচ্ছে শীতকাল, পাতা ঝরে গিয়েছে। আদতে এখন ভরা গ্রীষ্ম। তা হলে গাছের পাতা-বাকল খসে পড়ল কী ভাবে? পরিবেশবিদদের একাংশ বলছেন, বছর কয়েক আগে সল্টলেকে এমনই হাল হয়েছিল মূলত শিরীষ গাছগুলির। বন দফতরের যে সব অফিসার সে বার অনুসন্ধান করেছিলেন, তাঁদের কেউ কেউ বলছেন, লাক্ষা পোকার আক্রমণের জেরেই গাছগুলির এই অবস্থা হয়। সল্টলেকেও এমনটাই হয়েছিল। এ বার পালা নিউ টাউনের। তবে নির্দিষ্ট ওষুধ স্প্রে করে বাকি গাছে সংক্রমণ ঠেকানো সম্ভব বলে দাবি বন দফতরের অফিসারের একাংশের।